ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ১৭, ২০১২, ৩:৩১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘ক’ ইউনিটে ২০ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্য থেকে পরবর্তি ধাপে মেধাক্রম অনুযায়ী ১০ হাজার জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের অনলাইনে স্টুডেন্টস ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করতে হবে। চূড়ান্ত ধাপে নির্বাচিতরা ভর্তির সুযোগ পাবে। এই ইউনিটের আসন সংখ্যা এক হাজার ৫৯৩টি।
প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তিতে ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট এই দুই সাইটে-  www.admission.uivdhaka.edu, http://kaunit.univdhaka.edu। অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে।
১২ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Rate this post