খবর

স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা দিলো সরকার

কয়েক দিনের টানা বর্ষণে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা দিলো সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালকদের গত ৯ জুলাই ২০২৩ তারিখে চিঠি দিয়ে এসব নির্দেশনা জানিয়ে দিয়েছে।

এই চিঠিতে বলা হয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অধিদপ্তরের আওতাধীন বন্যা কবলিত এলাকার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু ব্যবস্থা নিতে হবে।

 

স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা

  • বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।
  • সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
  • পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা বা থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button