জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে, ১৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০১১ তারিখের মধ্যে। পরীক্ষা হবে আগামী ২৩ ডিসেম্বর। তালিকাভুক্ত কলেজে সারাদেশে একই সময়ে (সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ ও বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটে- www.nuadmission2011.org.bd । ভর্তি বিজ্ঞপ্তি/নির্দেশিকা পেতে ক্লিক করুন এ লিংকে- http://www.nuadmission2011.org.bd/Bharti_Nirdeshika.doc ।