শিক্ষা বার্তা

এইচএসসি'র ফল আগস্টের প্রথম সপ্তাহে

২০১৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগস্টের প্রথম সপ্তাহে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগস্টের প্রথম সপ্তাহে এইচএসসি/সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে বিগত বছরগুলোতে। সেই ধারাবাহিকতায় এবারেরর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন অর্থাৎ ৩ আগস্টের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। তবে ২ ও ৩ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা কম। ৪ বা ৫ আগস্ট ফল প্রকাশের সম্ভাবনা আছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে শুরু হয়েছিল এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হরতাল ও  ঘূর্ণিঝড় মহাসেনের কারণে কয়েকটি বিষয়ের পরীক্ষা পেছানো হয়, এর ফলে পরীক্ষা শেষ হয় ৩ জুন।
এবারের এইচএসসি/সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page