ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানেই তুমুল প্রতিযোগিতা। প্রস্তুতি এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। প্রস্তুতিমূলক এই মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অর্পিতা হক
বাংলা
১. ‘নব দম্পতির প্রেমালাপ’ কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
ক. কমলাকান্তের জবানবন্দী
খ. সাহিত্যে খেলা
গ. অর্ধাঙ্গী
ঘ. যৌবনের গান
২. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
৩. ‘পদ্মা নদীর মাঝি’ প্রথম কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯৩০ খ. ১৯৩৬
গ. ১৯৪৭ ঘ. ১৯৫২
৪. যে অগ্র-পশ্চাৎ না ভেবে কাজ করে, তাকে কী বলে?
ক. অগ্রদানী খ. বর্ণচোরা
গ. সব্যসাচী ঘ. অবিমৃশ্যকারী
৫. “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” কথাটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬. বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী?
ক. বন্দ্যোপাধ্যায় খ. মুখোপাধ্যায়
গ. গঙ্গোপাধ্যায় ঘ. ভট্টাচার্য
৭. কোনটি সঠিক নয়?
ক. ম্রিয়মাণ খ. স্বাতন্ত্র্য
গ. বিশ্বস্ত ঘ. ভ্রুকুটি
৮. ‘অবধূত’ এর সমার্থক শব্দ-
ক. ধোপা খ. ধৌত করা
গ. সন্ন্যাসী ঘ. ভগ্নদূত
৯. ‘আঙুর’ শব্দটি কোন ভাষা হতে এসেছে?
ক. ফারসি খ. আরবি
গ. হিন্দি ঘ. পর্তুগিজ
১০. ‘নিজেকে কন্যাদায়গ্রস্ত পিতা ভাবিয়া জীবন্মৃত জীবন যাপন করা সুবুদ্ধির পরিচায়ক নহে।’- চলিত বাংলায় লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১১. ‘জুগুপ্সা’ এর প্রসারিত রূপ-
ক. জয়সূচক উৎসব
খ. জয় করার ইচ্ছা
গ. জানার ইচ্ছা
ঘ. নিন্দা করার ইচ্ছা
১২. দন্তমূলের শেষাংশ এবং জিহ্বার পাতার সহযোগে যে ধ্বনি উচ্চারিত হয়-
ক. ফ খ. গ
গ. জ ঘ. ধ
১৩. রত্ন > রতন হওয়ার ধ্বনিসূত্র-
ক. স্বরভক্তি খ. স্বরসংগতি
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিত
১৪. I asked him to move in the matter. বাক্যটির সঠিক বঙ্গানুবাদ-
ক. আমি তাকে ব্যাপারটি বুঝে নিতে বলেছি
খ. আমি তাকে ব্যাপারটিতে ব্যবস্থা নিতে বলেছি
গ. আমি তাকে ব্যাপারটি খতিয়ে দেখতে বলেছি
ঘ. আমি তাকে বলেছি সে যেন বিষয়টি দেখে
১৫. ‘সাতিশয়’ শব্দটিতে কয়টি উপসর্গ আছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. কোনোটিই নয়
১৬. ‘দাদুরি’ শব্দের অর্থ-
ক. দাদু ভাই
খ. ডাহুকি
গ. অঝোর ধারায় বর্ষণ
ঘ. ব্যাঙ
১৭. ‘কটাক্ষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. কটু + অক্ষ খ. কটা + অক্ষ
গ. কটা + ক্ষ ঘ. কট + অক্ষ
১৮. ‘অন্যের অপমান দেখার নেশা বড় নেশা’- বাক্যটি কোন রচনার অংশ?
ক. বাংলাদেশ
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. অর্ধাঙ্গী
ঘ. বিলাসী
১৯. ‘একুশের গল্প’ রচনায় তপুর সঙ্গে হোঁতকা মোটা লোকটার দেখা হয়েছিল-
ক. বিউটি বোর্ডিংয়ে
খ. মধুর ক্যান্টিনে
গ. ক্যাপিটালে
ঘ. শরিফ মিয়ার ক্যান্টিনে
২০. কোনটি তদ্ভব শব্দ নয়?
ক. ছাতা খ. বোন
গ. নদী ঘ. রাখাল
২১. ‘গণতন্ত্র’-এর ব্যাসবাক্য-
ক. গণ ও তন্ত্র খ. গণ রূপ তন্ত্র
গ. গণ হইতে তন্ত্র ঘ. গণের তন্ত্র
২২. “সৌন্দর্যে সকলের অনুরাগ”- সৌন্দর্যের কারক ও বিভক্তি-
ক. কর্মে এ বিভক্তি
খ. করণে এ বিভক্তি
গ. অপাদানে এ বিভক্তি
ঘ. অধিকরণে এ বিভক্তি
২৩. Civil war এর পারিভাষিক শব্দ-
ক. গৃহযুদ্ধ খ. নগর যুদ্ধ
গ. দাঙ্গা ঘ. জনযুদ্ধ
২৪. ‘ভরাডুবির মুষ্টিলাভ’ বাগধারাটির অর্থ কী?
ক. মীমাংসা
খ. বুড়োর ভীমরতি
গ. কোনোভাবে প্রাণরক্ষা
ঘ. ধূর্ত লোকের ফলপ্রাপ্তি
২৫. ‘আচ্ছন্ন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. অ+ছিদ্+ন খ. আ+ছিদ্+ত
গ. আ+ছিন্+ন ঘ. আ+ছন্ন
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. খ
সূত্র : কালের কণ্ঠ, পড়ালেখা । তারিখ : ৫.১০.২০১৩