সরকারি মেডিক্যাল কিংবা ডেন্টালে ভর্তি হতে নাইবা পারলেন, তাতে কী! তাই বলে তো আর ডাক্তারি পড়ার স্বপ্ন থেমে থাকবে না। দেশে ৪৪টি বেসরকারি মেডিক্যালে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর ভর্তির সুযোগ আছে। এর একটি আসন হতে পারে আপনারও।
দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২৩ সেপ্টেম্বর একযোগে ভর্তি পরীক্ষা হবে। এবারই প্রথম অভিন্ন পদ্ধতিতে দেশের সব (সরকারি ও বেসরকারি) মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
এমবিবিএস কিংবা ডেন্টাল সার্জারিতে ভর্তির আবেদনে যোগ্যতার মাপকাঠি অভিন্ন। আবেদন করার সুযোগ পাবে ২০০৮ অথবা ২০০৯ সালে এসএসসি/সমমান এবং ২০১০ অথবা ২০১১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। থাকতে হবে ‘জীববিজ্ঞান’ও । আবেদন করতে নূ্যনতম জিপিএ ৮ (এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল) পেতে হবে। তবে এ দুই পরীক্ষার কোনোটিতে জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদনের সুযোগ থাকবে না। এ অভিন্ন নিয়ম সরকারি ও বেসরকারি_উভয় মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ক্ষেত্রে।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
এবারই প্রথম অনলাইনে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি ফরম বিতরণ এবং জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তি ফরম ও পরীক্ষার ফি টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে দেওয়া যাবে। ভর্তির তথ্য-নির্দেশিকাসহ ফরম পাওয়া যাবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ আগস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন করতে চাইলে http://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশের পর দিকনির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দেওয়ার কাজ শেষ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত পাবেন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে_ http:/ww/w.dghs.gov.bd/dmdocuments/MBBS%20BDS%20Admission%20Notice%202011-2012.pdf। ভর্তি পরীক্ষা হবে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
পরীক্ষা পদ্ধতি
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এসএসসির প্রাপ্ত জিপিএর ৮ গুণ এবং এইচএসসির প্রাপ্ত জিপিএর ১২ গুণ নম্বর দেওয়া হবে। এবার বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে সম্মিলিতভাবে তৈরি করা মেধাতালিকার ক্রমানুসারে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
খরচ সাত থেকে ১৫ লাখ
বেসরকারি মেডিক্যাল ও ডেন্টালে খরচ প্রতিষ্ঠানভেদে ভিন্ন। গত বছরের তুলনায় এবার অনেক মেডিক্যালের কোর্স ফি বাড়তে পারে বলে কয়েকটি সূত্র থেকে জানা গেছে।
কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজে কোর্স ফি সাত লাখ ২০ হাজার টাকা। ঢাকার জেড এইচ সিকদার মেডিক্যাল কলেজে কোর্স ফি ১৪ লাখ ৬৩ হাজার টাকা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজে ১২ লাখ ৭৫ হাজার টাকা।
ইব্রাহিম মেডিক্যাল কলেজের ফি ১১ লাখ ২৮ হাজার টাকা। ১২ লাখ ৪৩ হাজার টাকা কোর্স ফি নিচ্ছে আদ-দ্বীন ওমেন মেডিক্যাল কলেজ। ইবনে সিনা মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের এককালীন টাকা পরিশোধসহ প্রায় ১৩ লাখ টাকা দিতে হচ্ছে।
ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজে পড়াশোনার খরচ প্রায় ১১ লাখ টাকা। ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফিও বেড়েছে। প্রতিষ্ঠানটি কোর্স ফি বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিচ্ছে।
প্রথম সারির কিছু বেসরকারি মেডিক্যাল কলেজ
১. জেড এইচ সিকদার ওমেন’স মেডিক্যাল কলেজ
অ্যান্ড হসপিটাল, মনিকা এস্টেট, ধানমণ্ডি, ঢাকা
ওয়েব :ww w.sikderhospital.com
২. ইব্রাহিম মেডিক্যাল কলেজ, শাহবাগ, ঢাকা
ওয়েব : www.imc-bd.net
৩. বাংলাদেশ মেডিক্যাল কলেজ
বাড়ি-৩৪, রোড-১৪/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা
ওয়েব : www.bmc-bd.org
৪. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ
১ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা
ওয়েব : www.hfrcmc.edu.bd/
৫. ইবনে সিনা মেডিক্যাল কলেজ
সাতমসজিদ রোড ধানমণ্ডি, ঢাকা
ওয়েব : www.ibnsinatrust.com
৬. ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ
গুশুলিয়া, সাতাইশ, টঙ্গী, গাজীপুর
ওয়েব : www.imc-bd.com
৭. জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ
বাজিতপুর, কিশোরগঞ্জ
ওয়েব : www.jimedcol.org
৮. জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ
কলেজ রোড, পাঠানটুলা, সিলেট
ওয়েব : www.jrrmc.edu.bd
সূত্র: কালের কন্ঠ ।। সিলেবাসে নেই ।। ১৭ আগষ্ট, ২০১১