চট্টগ্রামের ইউএসটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শিক্ষার্থীদের আন্দোলন-বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে ইউএসটিসি কর্তৃপক্ষ।
চট্টগ্রামের ফয়’স লেকে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির শিক্ষার্থীরা অনেক দিন ধরেই স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলো । আজ (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের সঙ্গে বৈঠক করতে চেয়েছিল শিক্ষার্থীরা। তবে দুপুর পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর করে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, লাইব্রেরি, এনাটমি বিভাগ, বায়োলজি ল্যাব এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।
এ ঘটনার পরই বিকেলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়।