ভর্তি তথ্য

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিটে বিডিএস ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ মার্চ থেকে, চলবে ৩০ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত।

বিডিএস ভর্তি ২০২২

শিক্ষা প্রতিষ্ঠান :ডেন্টাল কলেজ / ইউনিট
ভর্তির কোর্স :বিডিএস
সেশন :২০২১-২০২২
আবেদন শুরুর তারিখ : ২০ মার্চ ২০২২
আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২২
এডমিট কার্ড ডাউনলোড : ১৭ থেকে ১৯ এপ্রিল ২০২২
ভর্তি পরীক্ষার তারিখ : ২২ এপ্রিল ২০২২ (শুক্রবার)
সকাল ১০টা-১১টা।
আবেদন ফি : ১০০০ টাকা
আবেদনের লিংক : dghs.teletalk.com.bd
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট : www.dghs.gov.bd

ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা

  • সকল দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান ২টি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
  • সকল উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এক্ষেত্রে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।
  • সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান -এ ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয় ও নাম্বার বণ্টন

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

বিডিএস কোর্সে ভর্তির মেধা তালিকা প্রণয়ন

  • লিখিত পরীক্ষায় (Written Exam) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এবং লিখিত পরীক্ষায় ৪০ বা এর কম নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। অকৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
  • এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ; মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবেঃ
  • এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-১৫ গুণ= ৭৫ নম্বর (সর্বোচ্চ)।
  • এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)।

  • ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট নম্বর (এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + (যোগ) এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + (যোগ) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় তৈরি করা হবে।
  • লিখিত ভর্তি (Written Exam) পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৮ এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

ডেন্টাল কলেজে বিডিএস ভর্তি সার্কুলার ২০২১-২০২২

Dental college bds admission circular 2021-2022 pdf
Dental college bds admission circular 2021-2022

Dental college bds admission circular 2022 pdf download link : https://www.dgme.gov.bd/asset/notice/Memo-072.pdf

আরো পড়ুন >> ডেন্টাল কলেজ তালিকা

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page