ভারতে AI সংবাদ উপস্থাপক লিসার চমক, খবর পড়লো মানুষের মতো

5/5 - (3 votes)

AI News Presenter! ভারতের ওডিশা রাজ্যের ওটিভি চ্যানেলে মানুষের মতো খবর পড়ে চমক দেখালো AI সংবাদ উপস্থাপক লিসা।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এই সংবাদ পাঠক কি রোবট নাকি ভার্চুয়াল বা ডিজিটাল অবয়ব, তা খোলাসা করেনি ভারতীয় গণমাধ্যম।

OTV জানিয়েছে, সম্প্রচার ও সাংবাদিকতার যুগে বিপ্লব ঘটিয়েছে এই AI সংবাদ উপস্থাপক । আঞ্চলিক পর্যায়ে তাঁরাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপককে আনতে পেরেছে। চ্যানেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার এক সংবাদ উপস্থাপককে হুবহু মানুষের মতো আঞ্চলিক ভাষায় খবর পড়তে দেখা গেছে।

AI News Presenter লিসা

Artificial intelligence (AI) প্রযুক্তির এই সংবাদ উপস্থাপকের নাম দেওয়া হয়েছে লিসা। সংবাদ পাঠিকা লিসা ওডিশি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় খবর পড়তে পারেন। ওটিভির খবর চলাকালে দেখা গেছে- ছিমছাম সাজে, শাড়ি পরা লিসা ঝটপট খবর পড়ছেন। দেখে বোঝার উপায় নেই যে- লিসা নারী নন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। চ্যানেল কর্তৃপক্ষ এখন লিসার প্রশিক্ষণ নিয়ে কাজ করছে।

টুইটারে এক ভিডিও পোস্টে দেখা গেছে, লিসা নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভবিষ্যতে তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে খবর পড়বেন। এটি ছিল উদ্বোধনী বা পরিচিতি পর্ব।

কর্তৃপক্ষের প্রত্যাশা, তারা লিসাকে এমন একটি স্তরে প্রশিক্ষিত করবে, যেন তিনি অন্যদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মে লিসাকে পাওয়া যাবে।

ভারতের প্রথম AI সংবাদ উপস্থাপক এনেছিল ইন্ডিয়া টুডে

এর আগে, গত মার্চে (২০২৩) ইন্ডিয়া টুডে গ্রুপও সোনা নামে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ উপস্থাপককে পরিচয় করিয়ে দিয়েছে। সোনাকে উজ্জ্বল, আকর্ষণীয়, তরুণ একজন সংবাদ উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সোনা একাধিক ভাষায় কথা বলতে পারেন এবং তাঁকে যেকোনো সময় নিয়ন্ত্রণ করা যায়।

সম্প্রতি World economic forum (WEF) এক সমীক্ষায় বলেছে, আগামী ৫ বছরে বিশ্বের ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন। অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ব্যবহার করে এসব কাজ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করে এআই আনার ঘোষণাও দিয়েছে। এরই মধ্যেই TV পর্দায় দেখা গেল নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকাকে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *