খবর

বেফাকের নতুন কমিটি ২০২৩, তালিকায় যারা আছেন

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের নতুন কমিটি ২০২৩ পুনর্গঠিত হয়েছে।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের নতুন কমিটি ২০২৩ পুনর্গঠিত হয়েছে। ৭ অক্টোবর ২০২৩ তারিখে রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মিলনায়তনে বেফাকের ১১তম জাতীয় কাউন্সিলে কমিটি পুনর্গঠিত হয়।

বেফাক কমিটিতে আল্লামা মাহমুদুল হাসান সভাপতি, মাওলানা সাজিদুর রহমান সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সারাদেশ থেকে আগত প্রায় তিন হাজার উমূমী সদস্যের সম্মেলনে মজলিসে শূরার পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করা হলে মজলিসে উমূমীর সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটির অনুমোদন হয়।

১৫ সদস্যের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট শূরার নাম মজলিসে উমূমীতে ঘোষণা করা হয়।

বেফাকের নতুন কমিটির দাবি ও প্রস্তাব

২৩ হাজারের অধিক মাদরাসার তত্ত্বাবধায়ক দেশের সর্ববৃহৎ জাতীয় কওমী শিক্ষাবোর্ড বেফাকের এই সম্মেলনে ১২টি প্রস্তাব গৃহীত এবং ১০টি নির্দেশনা প্রদান করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল-

  • ১) কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।
  • ২) কারাবন্দী ওলামায়ে কেরামকে মুক্তিদান এবং সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।
  • ৩) জাতীয় শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম-বিরোধী ভাবধারা দূরীকরণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষাঙ্গণে হিজাব ও পর্দার অধিকার বহাল রাখা।
  • ৪) নাস্তিক্যবাদ, খৃষ্টান মিশনারী, কাদিয়ানী ফিতনা, হিজবুত তাওহীদ ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।

সম্মেলনের শুরুতে মাওলানা সাজিদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং আল্লামা মাহমুদুল হাসান উদ্বোধনী ভাষণ দেন। বেফাকের গত পাঁচ বছরের রিপোর্ট পেশ করেন মাওলানা মাহফুজুল হক। পরিশেষে বেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত যে সকল মুরুব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন তাদের জন্য এবং দেশ বিদেশের সকল মরহুম ওলামায়ে কেরাম ও দীনদার ব্যক্তিবর্গের জন্য মাগফেরাত ও রাফয়ে দারাজাতের দোয়া, কারাবন্দী ওলামায়ে কেরামের দ্রুত মুক্তি এবং দেশ-জাতি উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button