কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, স্থানীয় ১ জন নিহত
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিতে শিহাব কবির (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম।
এদিকে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে হতাহতের কথা উল্লেখ করেনি আইএসপিআর।