খবর

ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ফলাফল ২০২৩ : কার কত ভোট

ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ফলাফল ২০২৩ আজ রাতের মধ্যে ঘোষণা করা হবে। ১৭ জুলাই ২০২৩ তারিখে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচনে প্রথমবারের মত ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে ।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

 

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন ভোটগণনার পালা। ব্যালট পেপারে ভোট হওয়ায় ভোটের ফলাফল জানতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে ইসি সুত্রে জানা গেছে।

 

কে কত ভোট পেয়েছেন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত। মোট ১২৪টি কেন্দ্রে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ হাজার ৮১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

মোহাম্মদ এ. আরাফাত ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে হিরো আলমকে পরাজিত করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা। ঢাকা-১৭ আসনের মোট ১২৪ ভোটকেন্দ্রে ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

 

ভোট গ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিক ঘোষণা এলে কে কতগুলো ভোট পেয়েছেন, এ ব্যাপারে আনুষ্ঠানিত তথ্য জানা যাবে।

 

ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধর, ভোট বর্জন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম-এর ওপর মারধরের অভিযোগ উঠেছে। ১৭ জুলাই ২০২৩ তারিখ বিকাল ৩টা ১০টায় রাজধানী ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

এর আগে, সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেন কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

একই ধরনের অভিযোগ করে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

হিরো আলমের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের প্রার্থী। নির্বাচনের একটি নিয়ম-বিধি আছে। সেটা মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

 

ঢাকা ১৭ আসনের উপনির্বাচন প্রার্থী যারা

ঢাকা-১৭ আসমনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকের পার্টির মো. রাশিদুল হাসান, আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ও মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান।

 

যে কারণে উপনির্বাচন

উল্লেখ্য, গত ১৫ মে ২০২৩ তারিখে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

 

ঢাকা ১৭ আসনের এলাকা সমূহ

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

 

বিগত সাধারণ নির্বাচন ২০১৮ : ঢাকা-১৭
দল প্রার্থী ভোট % ±%
  আওয়ামী লীগ আকবর হোসেন পাঠান ফারুক ১,৬৪,৬১০   প্র/না
  বিজেপি আন্দালিব রহমান ৩৮,৬৩৯   প্র/না
  ইসলামী আন্দোলন আমিনুল হক তালুকদার ২,৬৬৫   প্র/না
  জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদ ৪৮০   প্র/না
সংখ্যাগরিষ্ঠতা      
ভোটার উপস্থিতি ৩,১৩,৯৯৮    
  বিএনএফ থেকে আওয়ামী লীগ অর্জন করে
Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button