চাকরির খবর

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | ফায়ারম্যান ও ড্রাইভার পদ ১৪৯টি

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Fire service job circular 2023) প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (Fire service and civil defence directorate)। ড্রাইভার পদে ৩৮ জন ও ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা) পদে ১১১ জন নিয়োগ দেওয়া হবে। ফায়ার ফাইটার পদটি ফায়ারম্যান নামেও পরিচিত । আবেদন শুরু হবে ২২ জুন ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৩।

ফায়ার সার্ভিস-এ ড্রাইভার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে। এ পদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

এছাড়া, ফায়ার ফাইটার পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। আবেদনের জন্য কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নামফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD)
চাকরির ধরন‌ সরকারি চাকরি
পদের নাম ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা ),
ড্রাইভার
পদ সংখ্যা ১৪৯টি
পদের ধরন২টি
আবেদন শুরুর তারিখ২২ জুন ২০২৩
আবেদনের শেষ তারিখ১৬ জুলাই ২০২৩
আবেদন ফিড্রাইভার (২২৪/-), ফায়ার ফাইটার (১১২/-)
আবেদনের লিংকhttp://fscd.teletalk.com.bd
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ফায়ার সার্ভিসে আবেদনের যোগ্যতা

ড্রাইভার ও ফায়ারফাইটার পদে আবেদনের জন্য অবিবাহিত হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। এ ২ পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)

  • পদ সংখ্যা : ১১১টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ (ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০) পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।
  • শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি হতে হবে। ফায়ারফাইটার পদে বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।

১. পদের নাম : ড্রাইভার (অবিবাহিত)

  • পদ সংখ্যা : ৩৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি পাশ।
  • অন্যান্য যোগ্যতা : ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

প্রার্থীর বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ জুন ২০২৩ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি ও নির্দেশনা

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
  • কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
  • এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (http://www.fireservice.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের নিয়ম

আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।

Bangladesh fire service job circular 2023

Bangladesh fire service job circular 2023 pdf job circular download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/b065aa09_c1f9_48d9_9ac7_2d9834cb9c20/2023-06-20-03-04-433041aba99992a9891ab48e39b46abf.pdf

ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার ও ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০০৩

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | ফায়ারম্যান ও ড্রাইভার পদ ১৪৯টি - Fire service job circular 2023
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | ফায়ারম্যান ও ড্রাইভার পদ ১৪৯টি – Fire service job circular 2023

fire service job circular 2022 pdf

Bangladesh fire service job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/ce399d02_9fba_4f07_85e1_682f9aafe4d3/2022-08-25-10-32-24b7d67a54e7df09798c7f6bd6076d77.pdf

ফায়ার সার্ভিস কত পয়েন্ট লাগবে ?

এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০ থাকলেই আবেদন করা যাবে। এর চেয়ে বেশি থাকলেও আবেদন করা যাবে।

আরো পড়ুন : ফায়ারম্যানের কাজ কি?

Fire service training video

Fire service training video

5/5 - (2 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরির খবর

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ফায়ারম্যান ও ড্রাইভারসহ 711 পদে চাকরি

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৫৫০ জন ফায়ার ফাইটার ( ফায়ারম্যান ) ও ১৫০ জন‌ ড্রাইভার সহ মোট ৭১১ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (Fire service and civil defence directorate)। একই দিন নিয়োগ সংক্রান্ত পৃথক ২টি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম :ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD)
চাকরির ধরন‌: সরকারি চাকরি
পদের নাম ফায়ারফাইটার (পুরুষ)
পদ সংখ্যা ৭১১টি (২ বিজ্ঞপ্তিতে)
পদের ধরন :৫টি (৪+১)
আবেদন শুরু : ৩১ আগস্ট ২০২২
আবেদন শেষ :২১ সেপ্টেম্বর ২০২২
আবেদনের লিংক:http://fscd.teletalk.com.bd

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (ফায়ারম্যান)

ফায়ারম্যান / ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [ ফায়ার সার্ভিসের ১ম বিজ্ঞপ্তি ]

পদের নাম : ফায়ার ফাইটার (পুরুষ)

  • পদ সংখ্যা : ৫৫০টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ (ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০) পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা।

  • শারীরিক যোগ্যতা : ক. উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম),খ. বুক : ৩২ ইঞ্চি (ন্যূনতম)গ. প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।

ফায়ার সার্ভিসে নিয়োগ ২০২২ [ ২য় বিজ্ঞপ্তি ]

১. পদের নাম : ড্রাইভার (অবিবাহিত)

  • পদ সংখ্যা : ১৫০ টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি পাশ।
  • অন্যান্য যোগ্যতা : ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

২. পদের নাম : মাষ্টার ড্রাইভার (মেরিন)

  • পদ সংখ্যা : ৩টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৩. পদের নাম : ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

  • পদ সংখ্যা‌ : ৪টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৪. পদের নাম : স্পীডবোট ড্রাইভার

  • পদ সংখ্যা : ৪টি।
  • শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
  • বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

প্রার্থীর বয়স

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১/০৮/২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শর্তাবলি ও নির্দেশনা

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।

  • জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

  • নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

  • প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।

  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।

  • কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

  • এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (http://www.fireservice.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের নিয়ম

আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।

ফায়ারম্যান এর বেতন কত

ফায়ারম্যানের বেতন স্কেল ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড)।

Fire service fireman job circular 2022

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ fire service job circular 2022 fireman fire fighter job circular 2022 pdf fireservice.gov.bd
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ফায়ারম্যান

ফায়ার সার্ভিস ড্রাইভার নিয়োগ ২০০২

Fire service job circular 2022 driver :

ফায়ার সার্ভিস ড্রাইভার নিয়োগ ২০২২ fire service job circular 2022 fireman fire fighter job circular 2022 pdf fireservice.gov.bd
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ফায়ারম্যান ও ড্রাইভারসহ 711 পদে চাকরি 11

fire service job circular 2022 pdf

Bangladesh fire service job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/ce399d02_9fba_4f07_85e1_682f9aafe4d3/2022-08-25-10-32-24b7d67a54e7df09798c7f6bd6076d77.pdf

ফায়ার সার্ভিস কত পয়েন্ট লাগবে ?

এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০ থাকলেই আবেদন করা যাবে। এর চেয়ে বেশি থাকলেও আবেদন করা যাবে।

আরো পড়ুন : ফায়ারম্যানের কাজ কি?

Fire service training video

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজেhttps://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলেhttp://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page