কাপাসিয়া-গাজীপুর রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু

গাজীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া রুটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে কাপাসিয়া নতুন বাসস্টেন্ড এলাকায় বিআরটিসির এই সার্ভিসের কার্যক্রম শুরু হয়। বাস চলাচল সার্ভিসের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে অন্যান্যের

মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআরটিসির কয়েকজন কর্মকর্তা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হোসেন রাজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল আকন হোজাইফাসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র জানায়, কাপাসিয়া-গাজীপুর রুটে চালু হওয়া বিআরটিসির এসি বাসের রুট পারমিট রয়েছে কিশোরগঞ্জ টু ঢাকা। আপাতত ৪ টি এসি বাস দিয়েই কার্যক্রম শুরু করা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। নির্বিঘ্নে যাত্রীসেবা দেয়ার লক্ষ্যে মোট ১০ টি বাসের জন্য আবেদন দেয়া হয়েছে বিআরটিসিতে। তবে খুব শীঘ্রই বাকি এসি বাসগুলো রাস্তায় চলাচল শুরু করবে।

ঢাকা-গাজীপুর হয়ে কাপাসিয়া রুটে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল করলেও অভাব ছিলো সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসির বাসের। এই রুটে বাস চলাচল শুরু হওয়ায় কাপাসিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য আরো এক মাইলফলক উন্মুক্ত হলো।

এদিকে কাপাসিয়া-গাজীপুর এই রুটে নতুন বাস চলাচল শুরু হওয়ায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা মেতেছেন আনন্দে। নেটিজেনরা কেউ কেউ মনে করছেন, কাপাসিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এতে করে ঢাকা-গাজীপুর চলাচলকারি এই অঞ্চলের মানুষের যাতায়াতে এক মাইলফলক উন্মুক্ত হলো।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান মুঠোফোনে জানান, বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় কাপাসিয়াবাসি অত্যন্ত আনন্দিত। এছাড়াও যাত্রীরা খুব আরামদায়ক ভাবে এবং স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে।

তিনি আরো জানান, একজন রাজনীতিবিদ হিসেবে কাপাসিয়ার মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমি আনন্দিত হই। আর এই বাস সার্ভিস চালু করাটা ছিলো ক্ষুদ্র একটা প্রচেষ্টা। কাপাসিয়ায় বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়াটা ছিলো এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এছাড়াও এই রুটের যাত্রীসেবার মানোন্নয়নে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই রুটে বিআরটিসি বাস সার্ভিস দেয়ার জন্য যারা উদ্যোক্তা হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
####
সবুজ/গাজীপুর/২ জুলাই ২০২৫ ইং

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *