সরকারি চাকরির গ্রেড বেতন স্কেল ও সুযোগ-সুবিধা বিস্তারিত

বর্তমানে সরকারি চাকরির কাঠামো ২০টি পে-গ্রেডে বিভক্ত যা চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

Rate this post

সরকারি চাকরির গ্রেড বেতন স্কেল ও সুযোগ-সুবিধা : বাংলাদেশের শিক্ষিত যুব সমাজের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ সব সময়ই সর্বাধিক। অনেকেই মনে করেন, নিজের ক্যারিয়ার গড়ার সেরা পথ হতে পারে একটি স্থায়ী সরকারি চাকরি। তবে বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া যেন সোনার হরিণের মতো কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি পদে লক্ষাধিক আবেদন, কঠিন প্রতিযোগিতা এবং পরীক্ষার ধাপে ধাপে নিজেকে প্রমাণ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সরকারি চাকরির শ্রেণি ও গ্রেড কাঠামো

বর্তমানে সরকারি চাকরির কাঠামো ২০টি পে-গ্রেডে বিভক্ত যা চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:

শ্রেণিগ্রেডশ্রেণির নাম
প্রথম শ্রেণি১ – ৯গেজেটেড অফিসার / ক্যাডার
দ্বিতীয় শ্রেণি১০জুনিয়র গেজেটেড
তৃতীয় শ্রেণি১১ – ১৬নন-গেজেটেড কর্মকর্তা
চতুর্থ শ্রেণি১৭ – ২০কর্মচারী/সহায়ক কর্মী

গেজেটেড ও নন-গেজেটেড চাকরির পার্থক্য

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি গুলো গেজেটেড হিসেবে গণ্য হয়। এই পদের কর্মকর্তাদের নিয়োগ হয় সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে এবং প্রেসিডেন্ট স্বাক্ষরিত গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হয়।

  • BCS ক্যাডার (Cadre Jobs): মোট ২৭ ধরণের পদ PSC (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ক্যাডারদের মধ্যে রয়েছে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, পররাষ্ট্র, কৃষি ইত্যাদি বিভাগ।

  • নন-ক্যাডার (Non-Cadre Jobs): PSC’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও তারা উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী পদে প্রমোশন পান না।

 

উদাহরণ:

  • পুলিশ এসআই – দ্বিতীয় শ্রেণি

  • প্রাইমারি প্রধান শিক্ষক – দ্বিতীয় শ্রেণি

  • প্রাইমারি সহকারী শিক্ষক – তৃতীয় শ্রেণি

  • অফিস সহায়ক – চতুর্থ শ্রেণি

 

বিভিন্ন ক্যাডার ও যোগ্যতা

  • জেনারেল ক্যাডার: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। যেমন: প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র।

  • টেকনিক্যাল ক্যাডার: নির্দিষ্ট বিষয়ের ওপর ডিগ্রি থাকতে হবে। যেমন: সরকারি ডাক্তার হতে চাইলে MBBS থাকতে হবে।

সরকারি চাকরির বেতন ও ভাতা কাঠামো (২০২৫ সালের প্রস্তাবিত স্কেল অনুযায়ী)

বর্তমানে প্রস্তাবিত পে-কমিশন অনুযায়ী বেতনের ধরণ নিম্নরূপ:

বিষয়সর্বনিম্নসর্বোচ্চ
মূল বেতন৮,২৫০ টাকা৭৮,০০০ টাকা
সর্বমোট বেতন (ভাতা সহ)২০,০১০ টাকা১,৪০,০০০ টাকা (প্রায়)

অন্যান্য ভাতা ও সুবিধা:

ভাতা বা সুবিধাপরিমাণ (প্রস্তাবিত)
বাড়ি ভাড়া ভাতামূল বেতনের ৩৫% – ৭০% পর্যন্ত
চিকিৎসা ভাতা১,৫০০ টাকা
শিক্ষা সহায়ক ভাতাসন্তান প্রতি ১,০০০ টাকা (সর্বোচ্চ ২ সন্তান)
উৎসব ভাতা১৩,০০০ টাকা পর্যন্ত
টিফিন ভাতা৩০০ টাকা
ডোমেস্টিক সহায়ক ভাতা৩,০০০ টাকা
আপ্যায়ন ভাতা৩,০০০ টাকা
যাতায়াত ভাতা৩০০ – ৩৬০ টাকা

সরকারি চাকরির স্তরভেদ

গ্রেডশ্রেণিউদাহরণ
১-৯প্রথম শ্রেণিপ্রশাসন ক্যাডার, ব্যাংক এডি
১০দ্বিতীয় শ্রেণিএসআই, সরকারি হাই স্কুল শিক্ষক
১১-১৬তৃতীয় শ্রেণিপ্রাইমারি সহকারী শিক্ষক, টাইপিস্ট
১৭-২০চতুর্থ শ্রেণিঅফিস সহায়ক, পিয়ন ইত্যাদি

বাড়ি ভাড়ার হারের বিভাজন (এলাকা অনুযায়ী):

  • ঢাকা মেট্রোপলিটন এলাকা: সর্বোচ্চ ৭০%

  • বিভাগীয় শহর ও বড় জেলা: ৪৫% – ৬৫%

  • জেলা শহর ও অন্যান্য: ৩৫% – ৫৫%

 

গাড়ি ও অন্যান্য বিশেষ সুবিধা

  • গাড়ির নগদায়ন সুবিধা: ৩ নং গ্রেড পর্যন্ত অফিসারদের জন্য প্রস্তাবনা

  • শিক্ষা কোটা সুবিধা: সরকারি স্কুল-কলেজে কোটা সংরক্ষণ (BUET বা DU ব্যতিক্রম)

 

বাংলাদেশে সরকারি চাকরি শুধু আর্থিক নিরাপত্তা নয়, এটি সামাজিক মর্যাদা ও স্থিতিশীল জীবনেরও প্রতীক। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া, গ্রেড ও বেতন কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যারিয়ার গ্রোথের দিক দিয়ে এটি অনেকের স্বপ্নের গন্তব্য। তবে প্রতিযোগিতা কঠিন হওয়ায় প্রস্তুতি হতে হবে সঠিক এবং তথ্যভিত্তিক।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *