খবর

সুখবর! সরকারি কর্মচারীদের প্রণোদনা ৫% করার ঘোষণা

সুখবর! কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে। সরকারি কর্মচারীদের প্রণোদনা ৫% করার ঘোষণা দিয়েছে সরকার। ২৫ জুন ২০২৩ তারিখে জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ২০২৩

২৫ জুন ২০২৩ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনার অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন।‘

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে দেবো।’ এ সময় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা ব্যবস্থার কথা তুলে ধরেন।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button