সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩ [Government job application fee 2023]

সরকারি চাকরির আবেদন ফি তালিকা প্রকাশিত হয়েছে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ফি (আবেদন ফি) পুনর্নির্ধারণ করে চাকরির আবেদনের ফি ৩ গুণ বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন তালিকায় চাকরির আবেদন ফি (নিয়োগ পরীক্ষা ফি) নির্ধারণ করা হয়েছে পদের গ্রেড অনুযায়ী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য।

সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩

গ্রেড তালিকাআবেদন ফি / পরীক্ষার ফি
৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার)৬০০ টাকা
১০ম গ্রেডে ৫০০ টাকা
১১ থেকে ১২তম গ্রেড ৩০০ টাকা
১৩ থেকে ১৬তম গ্রেড ২০০ টাকা
১৭ থেকে ২০তম গ্রেড ১০০ টাকা
Government job application fee chart 2023

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া, ১০ম গ্রেডে ৫০০, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ২০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।

৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ছিল ৫০০ টাকা। এই গ্রেডে ফি বেড়েছে ১০০ টাকা। তবে, ১০ম গ্রেডের ফি ৫০০ টাকাই রয়েছে।

১১ ও ১২তম গ্রেডের জন্য পরীক্ষার ফি আলাদা করে ধার্য করা হয়েছে। আগে ১১ থেকে ১৬তম গ্রেডের জন্য ফি ছিল ১০০ টাকা। নতুন প্রজ্ঞাপনে ১১ ও ১২তম গ্রেডের ফি ধরা হয়েছে ৩০০ টাকা। সে হিসাবে এই ২ গ্রেডে পরীক্ষার ফি বেড়েছে ৩ গুণ।

এ ছাড়া, ১৩ থেকে ১৬তম গ্রেডে ফি ছিল ১০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ছিল ৫০ টাকা। উভয়ক্ষেত্রেই ফি দ্বিগুণ করে যথাক্রমে ২০০ ও ১০০ টাকা করা হয়েছে।

আগে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে পরীক্ষার ফি নির্ধারণ করতে পারত। বেশিরভাগ ক্ষেত্রেই তা সরকারি ফি থেকে বেশি ছিল। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকেও সরকার নির্ধারিত এই ফি নির্ধারণ করতে হবে।

অনলাইন আবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই ফি আদায় করতে পারবে নিয়োগ কর্তৃপক্ষ। এবং এই পরিষেবার জন্য টেলিটককে সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইনে আবেদন না চাওয়া হলে ব্যাংক চালানের মাধ্যমে এই ফি গ্রহণ করতে হবে। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে ফি গ্রহণ করতে পারবে।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফি নির্ধারণ নোটিশ ২০২৩

সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২২ - Government job application fee chart 2022
সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩

Government application fee chart 2023 pdf (govt. job exam fee notice) download link : https://mof.gov.bd/sites/default/files/files/mof.portal.gov.bd/notices/57b1b892_68fe_4bb4_b92c_8cb91996eb12/IMG_20220922_0008.pdf

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page