এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 (মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) দেখার নিয়ম ও কবে কখন দিবে – এ ব্যাপারে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ নভেম্বর ২০২৩ তারিখে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে, উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। ২৬ নভেম্বর ২০২৩ তারিখে এইচএসসির ফল প্রকাশের ব্যাপারে সম্মতি পাওয়া গেছে।
এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করার লক্ষ্যে উত্তরপত্র মূল্যায়নসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
২০২৩ সালে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরীক্ষা : | এইচএসসি ও সমমান ২০২৩ |
ফলাফলের তারিখ : | ৩০ নভেম্বরের মধ্যে |
পরীক্ষার্থী সংখ্যা (১১ বোর্ড) : | ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন |
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কর্মকর্তা বলছেন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এবারও ওই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। যদিও বন্যার কারণে তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল।
জানা গেছে, ফলাফল প্রকাশের জন্য নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে বেছে নেওয়া হয়েছে। সর্বশেষ, ২৬ নভেম্বর ২০২৩ তারিখে এসএসসি রেজাল্ট প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মাত্র পরীক্ষা শেষ হয়েছে। আমরা আশা করছি নভেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর শেষ হয় ২৫ সেপ্টেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৭ আগস্ট থেকে শুরু হয়। আর শেষ হয় অক্টোবরের প্রথম সপ্তাহে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান এক হাজার ৮৩৪টি।
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে।
প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।
নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022
এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।
এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ডের জন্য |
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য |
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য |
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।
প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।
প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।
প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)
ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd
Dhaka Board : | https://dhakaeducationboard.gov.bd |
Comilla Board : | https://comillaboard.portal.gov.bd |
Barisal Board : | https://barisalboard.portal.gov.bd |
Sylhet Board : | https://sylhetboard.gov.bd |
Chittagong Board : | https://web.bise-ctg.gov.bd/bisectg |
Jessore Board : | https://www.jessoreboard.gov.bd |
Rajshahi Board : | http://www.rajshahieducationboard.gov.bd |
Dinajpur Board : | http://dinajpureducationboard.gov.bd |
Madrasa Board : | http://www.bmeb.gov.bd |
Bangladesh technical education board (BTEB) : | http://www.bteb.gov.bd |
২০২২ সালের এইচএসসি রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩।
পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিবর্তনের নিয়ম [ছাড়পত্র / TC form]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ [DLRS circular PDF]
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf