এসএসসিতে জিপিএ ৫-এ কাপাসিয়ায় শীর্ষে বর্ণমালা স্কুল এন্ড কলেজ
শিক্ষাপ্রতিষ্ঠানটি কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল এলাকায় অবস্থিত।

এ এইচ সবুজ, গাজীপুর: এসএসসি পরীক্ষার ফলাফলে গেলো কয়েক বছরের মতো এবারও এগিয়ে রয়েছে কাপাসিয়া উপজেলার বর্ণমালা স্কুল এন্ড কলেজ। গত বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ ) প্রকাশিত ফলাফলে এবছর জিপিএ-৫ এর দিক দিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই প্রতিষ্ঠানটি।
গাজীপুরে অবস্থিত একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এটি কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল এলাকায় অবস্থিত। এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য সমধিক পরিচিত। এ পর্যন্ত উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ১৮টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বর্ণমালা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।
কাপাসিয়ায় শীর্ষে বর্ণমালা স্কুল
বর্ণমালা স্কুল এন্ড কলেজ সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ পর্যন্ত ৮ বার প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু এ বছরের প্রকাশিত ফলাফলে কাপাসিয়া ছাড়াও পার্শ্ববর্তী মনোহরদী এবং শিবপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শুধুমাত্র এসএসসির ছাত্র-ছাত্রীরা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করলেও পরীক্ষার পিড়িতে বসে পার্শ্ববর্তী কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের নামে। কারণ হিসেবে জানা যায়, শুধুমাত্র জেএসসি এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি রয়েছে তাদের। আর তাই এসএসসি পরীক্ষার ফলাফল আসে কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের নামে।
এদিকে বর্ণমালা স্কুল কলেজের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের অধীনে মোট ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪৪ জন কৃতকার্য হয়। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সর্বোচ্চ সংখ্যক ৩৯ জন জিপিএ-৫ পেয়ে সাফল্যের শীর্ষে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বর্ণনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, এই অভুতপূর্ব সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফল। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের অবদান অনস্বীকার্য। ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলেই এ ফলাফল অর্জিত হয়েছে। আমি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তিনি আরো জানান, প্রতিবছর বর্ণমালা স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করে পার্শ্ববর্তী কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের নামে। কারণ হিসেবে উল্লেখ করেন, এসএসসি পরীক্ষার অনুমতিটা কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের নামে নেয়া হয়েছিল। কিন্তু জেএসসি এবং এইচএসসি পরীক্ষা হয় বর্ণমালা স্কুল এন্ড কলেজের নামে।
এ বছর জিপিএ-৫ এর দিক দিয়ে কাপাসিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী মনোহরদী ও শিবপুর উপজেলার মধ্যে এই বর্ণমালা স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে।