জেনে রাখুন

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন, উত্তর ও গুরত্বপূর্ণ তথ্য

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন, উত্তর ও গুরত্বপূর্ণ তথ্য নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০২২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় মেট্রোরেল।

 মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান বিভিন্ন নিয়োগ পরীক্ষা, একাডেমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

এক নজরে মেট্রো রেল সম্পর্কে তথ্য

অর্থায়নঃ জাইকা(৭৫ ভাগ),বাংলাদেশ সরকার(২৫ ভাগ)
প্রকল্পের নামঃ মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি)লাইন-৬
প্রকল্প পরিচালনাঃ ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল)
নির্মাণ কাজ শুরু হয়ঃ ২৬ জুন,২০১৬
মূল ব্যয় ছিলঃ ২১ হাজার ৯৮৫ কোটি টাকা
বর্তমান ব্যয়ঃ ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা
পূর্বে দৈর্ঘ্য ছিলঃ ২০.১০ কিলোমিটার
বর্তমান দৈর্ঘ্যঃ ২১.২৬ কিলোমিটার
পূর্বের স্টেশন সংখ্যাঃ ১৬
বর্তমান স্টেশন সংখ্যাঃ ১৭
১৭তম স্টেশনঃ কমলাপুর
ট্রেন সংখ্যাঃ ২৪
প্রথম নারী চালকঃ মরিয়ম আফিজা
উদ্ধোধন হয়ঃ ২৮ ডিসেম্বর,২০২২(১১.৭৩ কিলোমিটার)
উত্তরা থেকে মতিঝিল সময় লাগবেঃ ৪০ মিনিট
সর্বনিম্ন ভাড়াঃ ২০ টাকা
সর্বোচ্চ ভাড়াঃ ১০০ টাকা
ট্রেনের সর্বোচ্চ গতিঃ ১০০কি.মি/ঘন্টা
স্টেশনের প্লাটফর্মের দৈর্ঘ্যঃ ১৮০ মিটার
প্রতি ট্রেনে বগিঃ ৬টি

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

  • ১. প্রশ্ন : ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?
  • উত্তর : ম্যাস র‍্যাপিড ট্রানজিট।
  • ২. প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?
  • উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
  • ৩. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
  • উত্তর : ২৬ জুন ২০১৬।
  • ৪. প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
  • উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।
  • ৫. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
  • উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
  • ৬. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
  • উত্তর :দিল্লি মেট্রোরেল করপোরেশন।
  • ৭. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
  • উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।
  • ৮. প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?
  • উত্তর : ১৬।
  • ৯. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কত?
  • উত্তর : ১৭।
  • ১০. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
  • উত্তর : ১৯ জুলাই ২০২২।
  • ১১. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—
  • উত্তর :উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।
  • ১২. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল—
  • উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
  • ১৩. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?
  • উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।
  • ১৪. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?
  • উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।
  • ১৫. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
  • উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
  • ১৬. প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?
  • উত্তর :  ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।
  • ১৭. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
  • উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।
  • ১৯. প্রশ্ন : এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?
  • উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২।
  • ২০. প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?
  • উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
  • ২১. প্রশ্ন : মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
  • উত্তর : ২৯ নভেম্বর ২০২১।

উদ্বোধনের পরের তথ্য নিয়ে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান :

  • ১। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয় কবে?
  • উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২। মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?
  • উত্তরঃ মরিয়ম আফিজা 
  • ৩। মেট্রোরেলের প্রথম যাত্রী কে?
  • উত্তরঃ শেখ হাসিনা
  • ৪। মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত?
  • উত্তরঃ সর্বনিম্ন ভাড়া ২০ ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা
  • ৫। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় কত?
  • উত্তরঃ ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা
  • ৬। পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?
  • উত্তরঃ লন্ডন (১৮৬৩)
  • ৭। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে?
  • উত্তরঃ ৫০ টাকা
  • ৮। মেট্রোরেলে অর্থায়ন করেছে কোন বিদেশী সংস্থা?
  • উত্তরঃ জাইকা (জাপান)

মেট্রোরেল সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন

১. মেট্রোরেল ২৮ ডিসেম্বর,২০২২ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২. মেট্রোরেলের কাজ শুরু হয় ২০১৭ সালে। অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার(২৫ভাগ) ও জাইকা(৭৫ ভাগ)।
৩. উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দের্ঘ্য ২১.২৬ কিলোমিটার।
৪. এর স্টেশন সংখ্যা ১৭টি। দুই পাশে ১২ টি করে ২৪টি ট্রেন যাতায়াত করবে দৈনিক।প্রতি স্টেশন থেকে ৪ মিনিট পরপর একটি ট্রেন ছাড়বে।
৫. উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।
৬. মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
৭. প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে ঢাকা মাস র্যাপিড ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড।
৮. যানজট দূরীকরণ,সময়ের অপচয় রোধ ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় মেট্রোরেল ভূমিকা পালন করবে।
৯. অপ্রতিরোধ্য বাংলাদেশের উন্নয়নকে দিগুন করে দিবে মেট্রোরেল।
১০. মেট্রোরেলের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে হলে আমাদের সবাইকে এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সচেতন থাকতে হবে।

2.8/5 - (14 votes)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button