নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ

5/5 - (2 votes)

নগদ কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন এখন জনমনে। সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউবে এ বিষয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এর প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে নগদ কর্তৃপক্ষ।

Nagad-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, নগদ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল আর্থিক সেবা। সাশ্রয়ী আর উদ্ভাবনী সেবায় গত ৫ বছরে, নগদ ৯ কোটি গ্রাহকের বিশ্বাস ও ভালোবাসায় বেড়ে উঠেছে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, “সম্প্রতি একটি মহল নগদকে নিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, দেশের মানুষের সব ধরনের লেনদেনের প্রয়োজনে সাথে আছে নগদ। আগামী দিনেও ডিজিটাল ব্যাংকের সকল সেবা নিয়ে নগদ থাকবে আপনারই সাথে। ভালো থাকুন, নগদের সাথেই থাকুন।”

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *