এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ, পদ ৬৮৩৯০টি

এডু ডেইলি ২৪
4 Min Read
এনটিআরসিএ শিক্ষক নিয়োগ দেবে ৭০ হাজার পদে

এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ২১ ডিসেম্বর তারিখে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। এই ৪র্থ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে MPO ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮৩৯০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে এমপিও পদ ৩১,৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে mpo পদ ৩৬,৮৮২টি। অনলাইনে (http://ngi.teletalk.com.bd) পদগুলোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৯ জানুয়ারি ২০২৩।  

এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২২

কর্তৃপক্ষ :বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
পদের ধরন :MPOভুক্ত বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদ
পদের সংখ্যা :৬৮ হাজার ৩৯০টি পদ
বিজ্ঞপ্তি নং :৪র্থ গণবিজ্ঞপ্তি
আবেদনের তারিখ :২৯ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি ২০২৩
আবেদনের লিংক :http://ngi.teletalk.com.bd
ওয়েবসাইট :http://www.ntrca.gov.bd
NTRCA teacher jobs 2022

এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২২ (চতুর্থ) : শিক্ষক পদ সংখ্যা

শিক্ষা প্রতিষ্ঠানের ধরনপদের ধরনপদের সংখ্যা
স্কুল ও কলেজMPO৩১,৫০৮টি
মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানMPO৩৬,৮৮২টি
মোট পদ :৬৮৩৯০টি
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২

আবেদনের যোগ্যতা 

আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে।

  • (ক) সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে;
  • (খ) এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে;
  • (গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে; (কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসিএর ওয়েবসাইটের ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামক সেবা বক্সে ক্লিক করতে হবে)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবেদনকারীর বয়স

  • প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ পর্যন্ত ৩৫ বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ (Choice) দিতে পারবেন।

  • উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ (Choice) বহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত Other Option নামক বক্সে ইয়েস Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৯-০১-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ / NTRCA বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

NTRCA 4th circular 2022 (1)
NTRCA 4th circular 2022 (1)

NTRCA 4th circular 2022 (2)
NTRCA 4th circular 2022 (2)

NTRCA 4th circular 2022 (3)
NTRCA 4th circular 2022 (3)

NTRCA 4th circular 2022 pdf

NTRCA কাম্য শিক্ষাগত যোগ্যতা

ক্রমিকপ্রতিষ্ঠানের ধরনডাউনলোড
০১স্কুল ও কলেজClick
০২মাদ্রাসাClick
০৩কারিগরিClick
কাম্য শিক্ষাগত যোগ্যতা
Rate this post

Share This Article
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a comment

You cannot copy content of this page