পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ ২০২৫ [১,৩৩০ পদে বিজ্ঞপ্তি]

Rate this post

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ ২০২৫ (PDDF / RDCD job circular 2025) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন-এ এসব জনবল নিয়োগ দেয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে।

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ ২০২৫ : এক নজরে

প্রতিষ্ঠানপল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন)
পদের নাম২ ক্যাটাগরির পদ
চাকরির ধরনসরকারি চাকরি
সুযোগসব জেলার প্রার্থীদের
পদ সংখ্যা১৩৩০টি
আবেদনের তারিখ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৫
আবেদন ফি
অনলাইনে আবেদনের লিংক :https://rdcd.gov.bd
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ ২০২৫

 

পদ সংখ্যা, বেতন ও আবেদনের যোগ্যতা

১। পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা
পদ সংখ্যা: ১৫৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি (২য় শ্রেণি/সমমানের সিজিপিএ)। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯) বয়সসীমা: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮-৩২ বছর (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)।

২। পদের নাম: মাঠ কর্মকর্তা
পদ সংখ্যা: ১১৭৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি (২য় শ্রেণি/সমমানের সিজিপিএ)। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ১১,৩০০-২৭,০০০ টাকা (গ্রেড-১২)  

 

সরকারি চাকরির খবর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ এর শর্তাবলী

ক) নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী http://pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। যে সকল জেলার প্রার্থীগণআবেদন করতে পারবেন বাংলাদেশেরসকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশেরসকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতেপারবেন। খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশেরনাগরিক নন এমন কারওসাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবাবিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েথাকলে তিনি আবেদন করারযোগ্য হবেন না। গ) সকল পদে ৩১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স১৮-৩২ বছর হতেহবে। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকারকর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে। পিডিবিএফ-এ কর্মরত প্রার্থীদেরক্ষেত্রে কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য হবে। ঘ) সরকারি/আধাসরকারি/ স্বায়ত্তশাসিত/ আধাস্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরতপ্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদেরক্ষেত্রে-এ শর্ত প্রযোজ্যনয়। তবে সকল চাকরিরতপ্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমাদিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত Application Form এর ফটোকপিসহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে : প্রথমশ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপিসত্যায়িত রঙ্গিন ছবি, সকল শিক্ষাগতযোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতাসনদের (যদি থাকে) সত্যায়িতকপি জমা দিতে হবে। ইউনিয়নপরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ডকমিশনার অথবা সকল পদেদায়িত্ব প্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা/ প্রতিনিধি এর নিকট হতেনিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বেরসার্টিফিকেট জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদেরক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীকেমৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.molwa.gov.bd) এ প্রকাশিত প্রমাণকএর আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে। শারীরিকপ্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতেহবে।

 

সরকারি চাকরির খবর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী

  • (ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://pdbf.teletalk.com.bd এইওয়েব সাইটে আবেদনপত্র পূরণ করবেন।

 

আবেদনের সময়সীমা

  • (i) পরীক্ষার ফি জমাদান শুরুরতারিখ ও সময় ২৫মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল১০:০০ ঘটিকা।
  • (ii) জমাদানের শেষ তারিখ ওসময় ১৪ এপ্রিল, ২০২৫ বিকাল ০৫:০০ ঘটিকা।

     

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *