Realme C53 স্মার্টফোন এলো বাজারে, দাম ও ফিচার

তরুণ ব্যবহারকারীদের জন্য রিয়েলমি সি৫৩ স্মার্টফোন এলো বাজারে। চ্যাম্পিয়ন (সি) সিরিজের স্মার্টফোন নিয়ে আবার হাজির হয়েছে রিয়েলমি। দুর্দান্ত চার্জিং সক্ষমতা, সুবিশাল স্টোরেজ, ঝকঝকে ছবি তোলার চমৎকার ক্যামেরা আর সর্বাধুনিক ফিচারে ঠাসা রিয়েলমি সি৫৩ স্মার্টফোনে তরুণদের পছন্দের সবই যেন রয়েছে।

Realme C53 স্মার্টফোন ফিচার

সি৫৩ স্মার্টফোনে সেগমেন্টের প্রথম হিসেবে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। এতে করে ডিভাইসটি মাত্র ৩১ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে।

পাশাপাশি, হাই-ভোল্টেজ ও লো-কারেন্ট চার্জিং প্রযুক্তির কারণে সেগমেন্টের সবচেয়ে দ্রুত চার্জিং নিশ্চিত করবে এই ডিভাইস। তার ওপর এর সুবিশাল ব্যাটারি স্ট্যান্ডবাই অবস্থায় একটানা ৩৮ দিন পর্যন্ত ও কথা বলার ক্ষেত্রে ৩৬ ঘণ্টা সচল থাকবে।


সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে চার্জিং অ্যালগরিদম ও চার্জ প্রোটেকশন। Realme C53তে ব্যবহৃত ভিসিভিটি ইনটেলিজেন্ট টিউনিং অ্যালগরিদম ভোল্টেজ ও বিদ্যুতের সমন্বয় করার মাধ্যমে চার্জিং কার্যকারিতার সক্ষমতা বাড়াবে।

পাশাপাশি, ৯০-১শ’ শতাংশ পর্যন্ত চার্জিং ইন্টারভালের দক্ষতা বৃদ্ধি করবে এর ভিএফসি ট্রিকল চার্জিং অপটিমাইজেশন অ্যালগরিদম, যা ট্রিকল চার্জিং স্পিড ২শ’ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম।
এছাড়াও, সি৫৩ ডিভাইসে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে চার্জিং নিরাপত্তা নিশ্চিত করতে ওভারচার্জ প্রোটেকশন, ওভার-ভোল্টেজ প্রোটেকশন, ওভার-কারেন্ট প্রোটেকশন, ওভার-টেম্পারেচার প্রোটেকশন ও এক্সট্রিম কেইস প্রোটেকশন, এই ৫টি ইনটেলিজেন্ট কোর প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

স্মরণীয় মুহূর্তগুলোকে সংরক্ষণে এই স্মার্টফোনে রয়েছে সেগমেন্টের সবচেয়ে বৃহৎ স্টোরেজ সুবিধা। রিয়েলমি সি৫৩ হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ডায়নামিক RAM এক্সপানশন টেকনোলোজি (DRI) সমৃদ্ধ ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম ও ১২৮ জিবি রম।

ডিভাইসটির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে ৬ জিবি র্যামের সাথে আরও ৬ জিবি পর্যন্ত র্যাম বাড়িয়ে নিয়ে মোট ১২ জিবি RAM ব্যবহারের সুযোগ রয়েছে।
অন্যদিকে, এর ১২৮ জিবির সুবিশাল মেমোরি ২৮ হাজারের বেশি ছবি ও ৪৫০ এপিসোডের বেশি টিভি সিরিজ স্টোর করতে সক্ষম। পাশাপাশি, ২টি ন্যানো সিম ও ১টি Micro SD card একসাথে ব্যবহারের সুযোগ রয়েছে ডিভাইসটিতে। ফলে, ব্যবহারকারীর ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে এখানে। ছবি, ভিডিও, গান, মুভি বা ক্লাস নোট যাই হোক না কেন, আপনার হাতের নাগালেই থাকছে সকল তথ্য।

সি৫৩ স্মার্টফোন একদিকে যেমন স্মৃতি সংরক্ষণের সকল সুবিধা দিচ্ছে, তেমনি অন্যদিকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখারও সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। ডিভাইসটির এফ/১.৮ অ্যাপারচার ও ৫ পিক্সেল লেন্স সহ সেগমেন্ট-সেরা ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা সর্বোচ্চ পিক্সেল পারফরমেন্স নিশ্চিত করবে। হাই-রেজ্যুলেশনের কারণে ক্যামেরায় ধারণ করা প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ফুটে উঠবে।

একইসাথে, ডিভাইসটিতে রয়েছে এফ/৩.০ বিঅ্যান্ডডব্লিউ (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি, ক্যামেরায় তোলা ছবিগুলোতে শিল্পের ছোঁয়া এনে দিতে এতে ব্যবহার করা হয়েছে নানান উদ্ভাবনী ইমেজ ফাংশন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মোড, ভিডিও, নাইট মোড, প্যানারোমিক ভিউ, এক্সপার্ট, টাইমল্যাপ্স, পোর্ট্রেইট মোড, এইচডিআর, এআই সিন রিকগনিশন, ফিল্টার ও স্লো মোশন। ফলে, আপনার ছবি তোলার স্টাইল কখনই পুরোনো হবে না।

রিয়েলমি সি৫৩ ডিভাইসটিকে অনন্যভাবে দর্শনীয় করেছে এর চমকপ্রদ শাইনি চ্যাম্পিয়ন ডিজাইনসহ এই সিরিজের সবচেয়ে পাতলা ৭.৪৯ মিলিমিটার আলট্রা স্লিম বডি। আকর্ষণীয় লুকের পাশাপাশি আরামদায়ক গ্রিপের প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় রাইট-এঙ্গেল বেজেল ডিজাইন। চ্যাম্পিয়ন মুহূর্ত উপভোগ করতেই নিয়ে আসা হয়েছে রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন, আর তাই যেন ফুটিয়ে তোলা হয়েছে এর ব্যাক ডিজাইনে। ব্যাক কাভারের গোল্ডেন লাইন টেক্সচার ও গোল্ডেন লাইট ইফেক্ট অনেকটা গোল্ডেন রিবন ও স্পটলাইটের মতো দেখতে, যা আনন্দ ও আভিজাত্যের মিশেলে চ্যাম্পিয়ন মুহূর্তগুলো ফুটিয়ে তোলে। শাইনি চ্যাম্পিয়ন ডিজাইনের সি৫৩ ডিভাইসটি চ্যাম্পিয়ন গোল্ড ও মাইটি ব্ল্যাক, এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে।

সি৫৩ ডিভাইসে রয়েছে ক্লাসিক মিনি-ড্রপ ডিজাইন সহ ৬.৭৪ ইঞ্চি ৯০ হার্জ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৩ শতাংশ। এতে রয়েছে ৪৫০ নিটস ব্রাইটনেস। ডিসপ্লে দেখার ক্ষেত্রে স্মুথ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে এটি। পাশাপাশি, দুর্দান্ত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ১৫০ শতাংশ আলট্রাবুম স্পিকার।

পাশাপাশি, অ্যান্ড্রয়েডের মধ্যে প্রথমবারের মতো মিনি ক্যাপস্যুল ব্যবহার করা হয়েছিল সি৫৫ ডিভাইসে, যা এই সি৫৩ ডিভাইসেও রয়েছে। ফিচারটি ফ্রন্ট ক্যামেরার পাশে এমন নিখুঁতভাবে মোড়ানো যে ডিসপ্লের সাথে দারুনভাবে মিশে গেছে। ফিচারটি বিভিন্ন রকম আলোর মাধ্যমে ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস, ডেটা ইউসেজ ও স্টেপস স্ট্যাটস দেখাবে।

সি৫৩ তে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটার প্রসেস টেকনোলোজি-নির্ভর শক্তিশালী টি৬১২ প্রসেসর, যার আনটুটু স্কোর ২,২৩,৫৮৪। পাশাপাশি, এতে রয়েছে রিয়েলমি ইউআই টি এডিশন নির্ভর অ্যান্ড্রয়েড ১৩ ও সাইডে থাকা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Realme C53 price in Bangladesh

Realme এখন মাত্র ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সেগমেন্টের গেমচেঞ্জার অনবদ্য এই স্মার্টফোনটি কিনতে আপনার নিকটস্থ রিয়েলমি স্টোরে যেতে পারেন অথবা সময় বাঁচাতে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে।

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page