খেলাধূলা

তানজিম হাসান সাকিব : সমর্থকদের প্রশংসায় চাপা পড়লো সমালোচনা

ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ক্রিকেটে জয়ের অন্যতম নায়ক তানজিম হাসান সাকিব-এর পুরনো কিছু ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি ভাইরাল হয়। এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকসহ গণমাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক পোস্ট ও খবর প্রকাশিত হয়েছে।

প্রবাসী এক বিতর্কিত লেখিকাসহ কয়েকজন তানজিম হাসান সাকিব-এর স্ট্যাটাসকে নারীবিদ্বেষী আখ্যা দিয়ে তার শাস্তি দাবি করেছেন। এর বিপরীতে তার সমর্থকসহ অধিকাংশ মানুষই তানজিম হাসান সাকিব-এর স্ট্যাটাসকে সমর্থন করে ফেসবুকে বক্তব্য দিয়েছেন, কমেন্টও করেছেন।

সমর্থকদের মতে, তানজিম যে কথাগুলো পোস্ট করেছেন, সেসব কথার বিরুদ্ধে ইসলাম ও কোরআন-হাদিস বিশ্বাসী কোনো মানুষ অবস্থান নিতে পারেন না। এমনকি তানজিমের স্ট্যাটাসকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত খবরের কমেন্টেও প্রায় সব মন্তব্যে তাকে সমর্থন করে ব্ক্তব্য দিয়েছে সমর্থকরা।

তানজিম হাসান সাকিব-এর স্ট্যাটাস

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই ভারতের বিপক্ষে অসামান্য নৈপুণ্যে সাড়া ফেলে দিয়েছেন ২০ বছর বয়সী ক্রিকেটার তানজিম হাসান সাকিব। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ পেসারের ভেরিফায়েড পেজে ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি পোস্টের স্ক্রিনশট। পোস্টটি এখন অবশ্য তাঁর টাইমলাইনে নেই।

ওই পোস্টের স্ক্রিনশটে লেখা আছে: ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে, আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’

ওই পোস্টে আরও লেখা আছে, ‘আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে, মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়।’

একই পোস্টের শেষে বলা হয়েছে,‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

কিছু কিছু পোস্টে তিনি ধর্মীয় বক্তব্যের নিচে আবু বকর জাকারিয়া নামে একজন আলেমের নাম উল্লেখ করেছেন, অর্থাৎ মূল বক্তব্যগুলো সেই আলেমের।

5/5 - (4 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page