তথ্য প্রযুক্তি

TVS Apache RTR 310 দুর্দুান্ত নতুন মডেলের মটরসাইকেল বাজারে

TVS Apache RTR 310 : বহু প্রতীক্ষিত স্পোর্টস বাইক টিভিএস এপাচি আরটিআর ৩১০ ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে। একই দিন থাইল্যান্ডেও অ্যাপাচি আরআর 310 বাইক আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে TVS কোম্পানি। টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এবং অ্যাপাচি আরআর 310 একই লাইন আপের বলে বিবেচিত হবে। এই নিয়ে 310 সিসির দুটি বাইক ঝুলিতে যোগ হলো টিভিএস-এর।

টিভিএস এপাচি আরটিআর ৩১০ : পারফরম্যান্স, ফিচার ও ইঞ্জিন

টিভিএস এপাচি আরটিআর ৩১০-এ থাকছে 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 35.1 হর্সপাওয়ার এবং 28.7 এনএম টর্ক তৈরি করে সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স। মোটরসাইকেলটি 0 থেকে 60 কিমি গতি স্পর্শ করতে সময় নেয় 2.81 সেকেন্ড। সর্বোচ্চ গতি 150 কিমি প্রতি ঘণ্টা।

বাইকে রয়েছে USD এবং প্রিলোড রিবাউন্ড সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য রয়েছে দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এ ছাড়া মিলবে কুইকশিফটার। তবে এর জন্য খরচ করতে হবে বেশি টাকা।

টিভিএস-এর এই মোটরবাইকে ফিচার্স রয়েছে 5টি রাইডিং মোড, টুইন LED হেডল্যাম্প, 5 ইঞ্চি TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, গাড়ির মতো ক্লাইমেট কন্ট্রোল সিট এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এই বাইকে মিলবে কর্নারিং এবিএস, সুইচেবেল স্লোপ কন্ট্রোল এবং ফ্রন্ট হুইল লিফ্ট অফ কন্ট্রোল।

হালকা ওজনের অ্যালমুনিয়াম Trellis সাব-ফ্রেম দিয়ে এই বাইকে মিলবে স্টেবিলিটি কন্ট্রোলের সুবিধাও। তবে টায়ার প্রেশার মনিটর, ক্লাইমেট কন্ট্রোল সিট ও অতিরিক্ত যে সুবিধাগুলি রয়েছে তার জন্য দামের 18,000 টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের।

TVS Apache RTR 310 এর দাম

এই বাইক একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দাম রাখা হয়েছে 2.43 লাখ টাকা থেকে 2.64 লাখ টাকা (এক্স-শোরুম)। এতে একাধিক সেগমেন্ট ফার্স্ট ফিচার্স রয়েছে বলে দাবি কোম্পানির। ভারতে মোটরসাইকেলের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রয়েছে 3100 টাকা।

বাজারে যেসব মটরসাইকেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে

TVS Apache RTR 310 কোম্পানির বিল্ড টু অর্ডার (BTO) প্ল্যাটফর্মের অধীনে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ LED লাইটিংয়ে মোড়া এই বাইক BMW G310R, KTM 390 Duke, Bajaj Dominar 400 এবং Triumph Speed 400 মোটরসাইকেলগুলিকে চ্যালেঞ্জ জানাবে।

TVS apache rtr 310 new model 2023 Full Specifications

Bike NameTVS Apache RR 310
BrandTVS
CategorySports
Brand OriginIndia
ShowroomCheck official site

Engine & transmission

TypeSI, 4-Stroke, 4-Valve, Single-Cylinder, Liquid-Cooled, Reverse Inclined
Engine cc312.2 cc
Maxpower34 HP @ 9700 rpm
Max torque27.3 Nm @ 7700 rpm
Engine bore80.00 mm
Stroke62.10 mm
Fuel SystemRT-FI (Race Tuned Fuel Injection)
Compression Ratio10.9:1
Cooling SystemLiquid Cooled
Gears6
ClutchRT Slipper Clutch, 7-Plate Design Wet Multi Plate
Starting MethodElectric

Body

Length2001 mm
Width786 mm
Height1135 mm
Seat Height810 mm
Wheelbase1365 mm
Ground Clearance180 mm
Fuel Tank11.00 liter
Weight174 kg
Maxload130

Safety

ABSDual Channel ABS

Brakes, wheels & suspension

Suspension Front41mm Kayaba USD Forks
Suspension Rear2-Arm Aluminium Die-Cast Swing-Arm, Mono Tube Floating Piston Gas Assisted Shock Absorber
Wheel Front TypeAlloy
Wheel Rear TypeAlloy
Tire TypeTubeless
Tire Front110/70-ZR17 M/C 54W (Michelin)
Tire Rear150/60-ZR17 M/C 66W (Michelin)
Brake FrontDisc With ABS
Brake Front Diameter300mm
Brake RearDisc with ABS
Brake Rear Diameter240mm

Performance

Mileage30 Kmpl
Topspeed160 Kmph

Electricals

Battery TypeMaintenance Free
Battery Capacity8Ah
Battery Voltage12V
Head LampBi-LED Projector, 30W/13V
Turn LampYes
Pass SwitchYes
Tail LightLED 4W
Automatic HeadlampYes
Engine Kill SwitchYes

Features

SpeedometerDigital
OdometerDigital
TechometerDigital
TripmeterDigital
ClockDigital
Gear DisplayYes
Fuel IndicatorYes
Seat TypeSplit
Handle TypeClip

Others

No. Cylinders1
Drive TypeChain
Carry HookNo
ColorsRacing Red, Titanium Black, Red / White
5/5 - (3 votes)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button