ভাইভা প্রশ্ন : ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করুন

ভাইভা প্রশ্ন : ভিয়েতনামের সঙ্গে…
ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

মো. রুবেল শেখ পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটি ছিল তাঁর দ্বিতীয় ভাইভা। ভাইভা বোর্ডে ছিলেন ১৪ মিনিটের মতো। তাঁর চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করার পর সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। আমি ধন্যবাদ জানিয়ে বসে পড়লাম।
চেয়ারম্যান : আপনি এখন কী করেন?
আমি : একটি বেসরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণকারী কম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
চেয়ারম্যান : আপনার বাড়ি আদমদীঘিতে? সেখানে সাইলো আছে, জানেন? কিভাবে কাজ করে?
আমি : জি স্যার। এটি বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সাইলো। সাইলোর ছাদে ৩০০ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করার জন্য সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। সাইলোতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়।
চেয়ারম্যান : খাদ্যদ্রব্য কিভাবে সংরক্ষণ করা হয়? ভেতরে গিয়েছিলেন?
আমি : স্যরি, স্যার। এটা জানা নেই। ভেতরে কখনো যাওয়া হয়নি।
চেয়ারম্যান : বাংলাদেশ সরকার বেশ কিছু খাদ্য কর্মসূচি চালু করেছে। এগুলো কী?
আমি : কাবিখা, কাবিটা, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিডি, ভিজিএফ, টিআর, জিআর, ওএমএস।
চেয়ারম্যান : কাবিটা তো কাজের বিনিময়ে টাকা। এটা কি খাদ্য কর্মসূচি??
আমি : স্যরি, স্যার।
চেয়ারম্যান : খাদ্যবান্ধব কর্মসূচি কী?
আমি : বাজারমূল্যের চেয়ে কম দামে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক গ্রাম্য এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করাই খাদ্যবান্ধব কর্মসূচি। যেমন—টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদশ) মাধ্যমে এটি করা হয়।
চেয়ারম্যান : কী কী দেওয়া হয় আর পরিমাণ কেমন?
আমি : খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল, ডাল, তেল, চিনি দেওয়া হয়। পরিমাণ—তেল দুই লিটার এবং পাঁচ লিটার দেওয়া হয়, ডাল এক কেজি, চিনি এক কেজি দেওয়া হয়। চালের পরিমাণটা জানা নেই, স্যার।
চেয়ারম্যান : চাল কত পরিমাণ দেওয়া হয় আর কত লাখ লোক এই খাদ্যবান্ধব কর্মসূচিতে উপকৃত হচ্ছে?
আমি : স্যরি, স্যার। সঠিক জানা নেই। (তখন স্যার নিজেই বললেন যে প্রতি পরিবারকে মাসে প্রতি কেজি ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে আর ৫০ লাখ পরিবার এর সুফল ভোগ করছে)
চেয়ারম্যান : সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কী কী পদক্ষেপ নিয়েছে?
আমি : বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, গর্ভবতী মায়েদের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, হিজড়াদের জন্য ভাতা ইত্যাদি।
চেয়ারম্যান : মুক্তিযোদ্ধাদের ভাতা কত?
আমি : স্যার, আগে মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল মাসিক ১২ হাজার টাকা আর এখন সেটি ২০ হাজার টাকায় উন্নীত করেছে সরকার।
চেয়ারম্যান : সম্প্রতি বাংলাদেশে একটা চলচ্চিত্র চলছে, সেটার নাম কী?
আমি : ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’।
চেয়ারম্যান : এটির বাংলা কী?
আমি : ‘মুজিব : একটি জাতির রূপকার’।
চেয়ারম্যান : ছবির পরিচালক কে?
আমি : শ্যাম বেনেগাল।
এক্সটার্নাল-১ :  Thermodynamics-‰i First Law & Second Law-এর মধ্যে পার্থক্য কী?
আমি : স্যার, First Law of Thermodynamics represents Conversion of Energy & Second Law of Thermodynamics represents The Entropy of Gas.
এক্সটার্নাল-১ :  Shear Stress কী? Shear Stress কোথায় হয়?
আমি : স্যার, Shear Stress is defined as the ratio of shear force to the area of the body. পাইপের মধ্য দিয়ে যখন পানি প্রবাহিত হয়, তখন পাইপের গা ঘেঁষে পানির বেগ কমতে থাকে, আর তখনই Shear Stress তৈরি হয়।
এক্সটার্নাল-১ : Fatigue Stress কী?
আমি : কোনো বস্তু বা কলামের ওপর বেশি মাত্রায় লোড পড়লে তখন সেটি ভেঙে না গিয়ে মচকে যাওয়ার উপক্রম হলে সেটিই Fatigue Stress.
এক্সটার্নাল-১ :  Quantity Equation কী?
আমি : Quantity Equation is that equation which is based on the Law of Conservation. এটি ফ্লুইডে আমরা ব্যবহার করি, স্যার।
এক্সটার্নাল-২ : বর্তমানে আমাদের দেশের অর্থনীতে এই যে জিডিপি নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো এই জিডিপি কী?
আমি : একটি দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি জনগণ কর্তৃক উত্পাদিত পণ্য ও সেবার মোট মূল্যকে জিডিপি বলে।
এক্সটার্নাল-২ : জিডিপিতে কয়টি খাত?
আমি : প্রধান খাত তিনটি।
এক্সটার্নাল-২ : জিডিপিতে কৃষির অবদান কত?
আমি : ১১.২০ শতাংশ।
এক্সটার্নাল-২ : আচ্ছা, এই যে দেশের জিডিপিতে কৃষির অবদান কমে যাচ্ছে, শিল্পের অবদান বেড়ে যাচ্ছে, এটি একটি কৃষিপ্রধান দেশের জন্য কেমন?
আমি : স্যার, একটি দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যায়, তখন সেই দেশ শিল্পে উন্নত হয় অর্থাত্ শিল্প খাতের অবদান কৃষির চেয়ে বেড়ে যায়। তা ছাড়া আমাদের দেশ যেহেতু এলডিসি থেকে উত্তীর্ণ হবে আগামী ২০২৬ সালে, সেহেতু দেশের অর্থনীতি বিকাশে শিল্পের অবদান বাড়বে। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখবেন, যে দেশ শিল্পে যত উন্নত, সে দেশ অর্থনীতিতে তত উন্নত—এমনটাই বাংলাদেশের ক্ষেত্রে, স্যার।
এক্সটার্নাল-২ : আমাদের দেশ সব থেকে বেশি কোনটা রপ্তানি করে?
আমি : স্যার, ওভেন ওয়্যার পণ্য।
এক্সটার্নাল-২ : এটি কি আরএমজি?
আমি : জি, স্যার। আরএমজি।
এক্সটার্নাল-২ : সব থেকে কোন দেশে বেশি রপ্তানি করা হয়?
আমি : যুক্তরাষ্ট্রে, স্যার।
এক্সটার্নাল-২ : কৃষিতে কোন কোন ক্ষেত্রে সরকার ভর্তুকি দেয়?
আমি : বিনা মূল্যে সার বিতরণ, বীজ বিতরণ, চাষাবাদের জন্য যন্ত্রপাতি কম দামে সরবরাহ, কৃষকের মাঝে ঋণ বিতরণ ইত্যাদি।
এক্সটার্নাল-২ : আচ্ছা, জিডিপিতে কৃষির অবদান কমার পরও সরকার কেন ভর্তুকি দিচ্ছে?
আমি : দুর্যোগ এবং দুর্ভিক্ষের সময় যেন দেশে খাদ্যসংকট না হয়, এ জন্য খাদ্য উত্পাদনে ভর্তুকি দেয় সরকার। এককথায় কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য।
এক্সটার্নাল-২ : পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম? এরপর কে?
আমি : দ্বিতীয়, এরপর ভিয়েতনাম।
এক্সটার্নাল-২ : সবার আগে কে?
আমি : চীন, স্যার।
এক্সটার্নাল-২ : বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবদান কত?
আমি : ৬.৮ শতাংশ, স্যার।
এক্সটার্নাল-২ : আচ্ছা, ভিয়েতনামে ২০ বছর ধরে যুদ্ধ চলার পর ১৯৭৫ সালে স্বাধীন হয় আবার বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। দুটি দেশ প্রায় কাছাকাছি সময়ে স্বাধীন হয়েও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে উন্নত কেন? ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করুন।
আমি : প্রথমত, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ভিয়েতনাম ভারী শিল্পে উন্নত, বিশেষ করে অটোমোবাইল শিল্প। পক্ষান্তরে বাংলাদেশ ভারী শিল্পে উন্নত নয়। কারণ বাংলাদেশ, ব্রিটিশ ও পাকিস্তানের ঔপনিবেশিক শাসনে থাকার ফলে এ দেশে ভারী শিল্প গড়ে ওঠেনি। তবে বর্তমান সরকার অটোমোবাইল শিল্পনীতি ২০২০ বাস্তবায়ন করছে। এর ফলে আমাদের দেশে বিভিন্ন অটোমোবাইল কম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়ত, ভিয়েতনাম ইলেকট্রনিক শিল্পে আমাদের থেকে ঢের এগিয়ে। ভিয়েতনামে সেমিকন্ডাক্টর চিপ, বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি হয়। কিন্তু বাংলাদেশে ওয়ালটনসহ দু-একটি কম্পানি আছে, যারা চীন থেকে ইলেকট্রনিক পণ্য ক্রয় করে নিয়ে এসে জাস্ট অ্যাসেম্বল করে। তৃতীয়ত, ভিয়েতনাম স্বাস্থ্য খাতে আমাদের চেয়ে অনেক উন্নত। আমাদের দেশের ম্যাক্সিমাম রোগীই পাশের বন্ধু দেশ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করাতে যায়, যার বিপরীত ঘটনা দেখা যায় ভিয়েতনামে। (তারপর স্যার ‘ওকে’ বলে কাগজপত্র নিতে বললেন। সেগুলো নিয়ে সালাম দিয়ে বের হয়ে এলাম)।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.