ভাইভা প্রশ্ন : আপনি কি তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন?

ভাইভা প্রশ্ন : আপনি কি…
ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
5/5 - (1 vote)

লোকমান হেকিম খান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটা ছিল তাঁর প্রথম ভাইভা। ভাইভা বোর্ডে ছিলেন ১৮ মিনিটের মতো। তাঁর চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করার পরে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান : আপনি আজমত উল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন?
আমি : বিনয়ের সঙ্গে না বললাম। একই সঙ্গে বললাম যে আমি লোকমান হেকিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি।
(চেয়ারম্যান স্যার কলিং বেল বাজালেন, একজন ভেতরে প্রবেশ করল। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করায় তিনি বললেন যে শেষের একজন প্রথমে ভাইভা দিয়েছেন আর উনি হচ্ছেন সাত নম্বর সিরিয়ালের। তারপর উনি কাগজপত্র ভালোভাবে দেখে আমার ভাইভা শুরু করলেন।)
চেয়ারম্যান : Describe us the tourism sector of Bangladesh?
আমি : At first I described some of our renowned tourism places. Then I told the positive side and some problems of the tourism sectors of our country.
চেয়ারম্যান : আমাদের দেশে প্রচলিত নয় এমন কিছু জায়গার নাম বলুন, যেটা আমরা সবার কাছে পরিচিত করতে পারি।
আমি : উয়ারী-বটেশ্বর এবং বেশ কিছু ইকো পার্কের নাম বলার পর উনি আমাকে থামতে বললেন।
চেয়ারম্যান : আপনাকে একটি ছোটদের ম্যাথ করতে দিই, দেখি আপনি কেমন পারেন?
তারপর উনি বললেন, এখন ঘড়িতে সাড়ে ৯টা বাজে, তাহলে ঘণ্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
আমি : ৯০ ডিগ্রি।
চেয়ারম্যান : হলো না তো, ঠিক করে বলুন?
আমি : দুঃখিত স্যার, আমি কি একটু অঙ্কটি করতে পারি?
চেয়ারম্যান : অবশ্যই পারেন, তবে সময় বেশি নিতে পারবেন না।
আমি : ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে অঙ্কটি করে উত্তর ১০৫ ডিগ্রি বলি।
চেয়ারম্যান : ঠিক আছে।
এক্সটার্নাল ১ : আপনি কি তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন?
আমি : জি স্যার।
এক্সটার্নাল ১ : তাহলে বলুন, কী জানেন?
আমি : এটি ২০০৯ সালে করা সরকারের একটি আইন, যার মাধ্যমে জনগণ সরকারের কাছে যেকোনো ধরনের তথ্য পাওয়ার আবেদন করতে পারে এবং তথ্য একটি মৌলিক অধিকারে পরিণত হয়। এরপর আরো কিছুক্ষণ বলে থেমে যাই।
এক্সটার্নাল ১ : সরকারের সব তথ্যই কি আমরা পেতে পারি?
আমি : না স্যার, গোপনীয় দলিল কিংবা চুক্তি এবং স্পর্শকাতর বিষয়, যেসব সরকার সবার কাছে প্রকাশ করতে বাধ্য নয় সেসব বিষয়ে সরকারের কাছে আবেদন করলেও সরকার দিতে বাধ্য নয়।
এক্সটার্নাল ১ : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সম্পর্কে জানেন?
আমি : জি স্যার, কিছুটা জানি।
এক্সটার্নাল ১ : বলুন কী জানেন?
আমি : প্রথমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কারা সেটা ব্যাখ্যা করি, সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা  সায়মা ওয়াজেদ পুতুল এ ব্যাপারে অনেক কাজ করেছেন এবং করছেন সেটা উল্লেখ করি।
এক্সটার্নাল ১ : আপনাকে জেলা পর্যায়ে দায়িত্ব দেওয়া হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্য কী করবেন?
আমি : তাদের চিকিত্সার যথাযথ ব্যবস্থা করব, দীর্ঘমেয়াদি থেরাপি সহজলভ্য করব এবং তাদের পরিচর্যার ব্যবস্থা করব।
এক্সটার্নাল ১ : জনসচেতনতায় কী করবেন?
আমি : স্যার, ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে এই শিশুদের ব্যাপারে সচেতনতা গড়ে তুলব। এ ক্ষেত্রে আমি শিক্ষক হিসেবে আমার ভূমিকা উল্লেখ করি (যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম)। একই সঙ্গে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে সেটি উল্লেখ করি এবং সেখান থেকে কিছু তথ্য দিই।
এক্সটার্নাল ১ : Do you know about our second perspective plan? Describe  it?
আমি : I described second perspective plan, it’s time frame objectives and the goal.
এক্সটার্নাল ১ : আপনার প্রথম পছন্দ কী?
আমি : বিসিএস পররাষ্ট্র।
এক্সটার্নাল 2 : Your first choice is foreign affairs. so you think, you are appointed any Middle East country. what will you do for our country?
আমি : Firstly I would like to address the unemployment problem and send people from our country to middle east  by convincing them and earning remittance for our country. I will offer themselves to diversify our product specially export products at a cheaper rate from others.
এক্সটার্নাল ২ :  What is the positive and negative side of LDC graduation Bangladesh?
আমি : it’s a common question and memorized answers. so I answered properly.
এক্সটার্নাল ২ :  APEC-এর পূর্ণরূপ বলে আমাকে এর অবজেকটিভস বলতে বললেন?
আমি : সমুদ্রপথে সহজে মুক্তভাবে বাণিজ্য করা, সমুদ্র নিরাপত্তা সহজলভ্য করা এবং সবার সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা—এসব বললাম।
এক্সটার্নাল ২ : এপেক-এর সদস্য দেশগুলোর কয়েকটি নাম বলতে বললেন?
আমি : দুঃখিত স্যার।
এক্সটার্নাল ২ : What is economic diplomacy?
(আমি ঠিকঠাক উত্তর দিয়েছি)
এক্সটার্নাল ২ : Give us some examples of economic diplomacy?
আমি : PTA, FTA… (স্যার উত্তর গ্রহণ করেননি)।
চেয়ারম্যান : ইকোনমিক ডিপ্লোমেসির অনেক স্প্যাসিফিক উদাহরণ আছে, বলতে পারবেন সেগুলো?
আমি : দুঃখিত স্যার, আমার জানা নেই।
চেয়ারম্যান : আপনার সময় শেষ। আপনি এখন আসতে পারেন। কাগজপত্র নেন।
আমি : ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে সালাম দিয়ে বের হলাম।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.