কওমি মাদরাসার ৪৬ তম বেফাক কওমি মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হয়েছে। ১৫ এপ্রিল ২০২৩ তারিখ এই ফলাফল প্রকাশ করেছে দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার এই ফলাফল [ব্যক্তিগত ফলাফল / নাম্বার] পাওয়া যাবে অনলাইনে ও স্ব স্ব মাদরাসায়। ১৫ এপ্রিল ২০২৩ তারিখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব।
– মুমতাজ (স্টার মার্ক)=৩৮৯২২ জন।
– জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) =৪৩৪১১জন।
– জায়্যিদ (দ্বিতীয় বিভাগ)= ৪৯০৫১ জন
– মাকবুল (ত্বৃতীয় বিভাগ)=৭৫০৬৬ জন
– মোট উত্তিন্ন পরীক্ষাথী=২০৬৪৫০
ফলাফল দেখতে https://www.wifaqedu.com ওয়েবসাইটে ক্লিক করুন।