বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম পূরণ যেভাবে

বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম (Widow application form) পূরণ কিভাবে করবেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ১০ আগস্ট তারিখ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে বিধবা ভাতার আবেদন করা যাবে।

ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে। তাই বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য ফেব্রুয়ারি/ মার্চ মাসে আবেদন করতে হয়।

নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়।

বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্ধ্ব বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা হতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।

বিধবা ভাতা আবেদন করতে কি কি লাগে

বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা হলো –

  • জাতীয় পরিচয় পত্রের কপি
  • স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র (Death Certificate)
  • আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • সচল মোবাইল নাম্বার
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি)
  • বিধবা ভাতার পূরন করা আবেদন ফরম

বিধবা ভাতা পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলো ছাড়াও আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই তা প্রদান করতে হবে।

অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩

বিধবা ভাতা অনলাইন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :

  1. ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication
  2. NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করুন
  3. ব্যক্তিগত তথ্য পূরণ করুন
  4. ঠিকানা ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বার দিন
  5. অন্যান্য তথ্যসমূহ দিন
  6. তথ্য সংরক্ষণ করে আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ করুন

বিধবা ভাতা বা বয়স্ক ভাতার যোগ্যতা ও শর্তাবলী ২০২৩

  1. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
  2. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে
  3. বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে
  4. যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন
  5. দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন
  6. প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে
  7. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কত টাকা পাওয়া যায়

কভারেজবাজেটসেবা’র বিবরণ
শুরুতেশুরুর সময়বর্তমানেশুরুতেশুরুর সময়বর্তমানেশুরুতেশুরুর সময়বর্তমানে
৪.০৩ লক্ষ জন১৯৯৮-৯৯২৪.৭৫ লক্ষ জন(২০২২-২৩)৪০.৩১ কোটি টাকা১৯৯৮-৯৯১৪৯৫.৪০ কোটি টাকা(২০২২-২৩)জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে বছরে ১ মাস পরীক্ষামূলক১৯৯৮-৯৯জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর​(২০২২-২৩)
বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কত টাকা পাওয়া যায়

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করা যায় কি?

১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে।

বিধবা ভাতা আবেদন ফরম পূরণ

বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম
বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম
5/5 - (4 votes)

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page