পরামর্শ

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে নির্বাচিতদের করণীয়

Rate this post

© গাজী মিজানুর রহমান

দেশ গড়ার কারিগর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, আপনারা আমাদের কোমলমতি শিশুদের শুধু শিক্ষায় নয় ‘সুশিক্ষায় প্রাথমিক ভিত’ সুন্দর ও সুচারুভাবে গড়ে দিবেন। আজ এই দেশে শিক্ষার চেয়ে সুশিক্ষাটাই বড্ড প্রয়োজন।

তো যেটা বলছিলাম, প্রাইমারি নিয়োগ পরীক্ষার ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর যা যা করবেন-

১. আপনি আবেদনের সময় যে স্থায়ী ঠিকানা দিয়েছেন, সেই স্থায়ী ঠিকানায় সরকারি ডাকযোগে Appointment Letter চলে আসবে। সেজন্য সংশ্লিষ্ট পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। সম্ভব হলে পিয়নকে আপনার মোবাইল নাম্বার দিয়ে আসতে পারেন; যেন Appointment Letter আসার সাথে সহজে আপনি জানতে পারেন এবং আপনি নিজে পোস্ট মাস্টারের মোবাইল নাম্বার রাখতে পারেন।

২. Appointment Letter টির কয়েকটি কপি করে রাখবেন। এক কপি নিজের কাছে, ১ কপি ফাইলে, ১ কপি পরিবারের কাছে। কারণ এটি চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাজে লাগবে; কোনো কারণে হারিয়ে গেলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন।

৩. Appointment Letter এ যেই তারিখে আপনার যোগদানের তারিখ উল্লেখ থাকবে ঐদিন সকাল ৯টার পূর্বেই আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিসে চলে যাবেন। হাতে যথেষ্ট সময় নিয়ে বের হবেন।

(“প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” বইয়ের সৌজন্যে)

যোগদানের দিন সাথে যা যা নিবেন-

ক. Appointment Letter
খ. শিক্ষা জীবনের সকল পরীক্ষার মূল সার্টিফিকেট
গ. নিয়োগ পরীক্ষার “Admit Card”
ঘ. আবেদনের “Applicant’s Copy’
ঙ. নাগরিক সনদপত্র
চ. জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
ছ. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত “চারিত্রিক সনদপত্র”
জ. উপরিউক্ত সকল ডকুমেন্টের একসেট সত্যায়িত ফটোকপি

[অতিরিক্ত হিসেবে সবগুলোর ২সেট ফটোকপি করে (সত্যায়িত ছাড়া) সাথে নিয়ে যেতে পারেন।]

৪. প্রাথমিক জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে একটি ফরম দেয়া হবে সেটি আপনি নির্ভুলভাবে পূরণ করে জমা দিবেন। (তখন আপনার সার্টিফিকেট গুলোও যাচাই করা হবে)
৫. প্রাথমিক জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে একটি মেডিকেল ফরম দেয়া হবে যেটি আপনি মেডিক্যাল টেস্ট করার পর জেলা সিভিল সার্জনের স্বাক্ষর ও সিল নিবেন।
৬. আবেদন + মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনি আপনার নিজ উপজেলা শিক্ষা অফিসে গিয়ে জমা দিবেন।
৭. উপজেলা শিক্ষা অফিসে আরো কয়েকটি ফরম পূরণের পর আপনার যোগদান সম্পন্ন হবে।

তারপর আপনাকে পদায়নকৃত সরকারি প্রাইমারি স্কুলে নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হতে হবে।

(“প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” বইয়ের সৌজন্যে)

***বি.দ্রঃ শিক্ষা অফিসে কোনো হয়রানীর শিকার হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন। এরপরও হয়রানি করলে “১০৬” দুদক এর নাম্বারে কল দিতে পারেন।

[তথ্যগুলো ইন্টারনেট ও বিভিন্ন সূত্রের সহায়তায় সন্নিবেশিত]

 

© গাজী মিজানুর রহমান

  • ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
  • সাবেক সিনিয়র অফিসার (পূবালী ব্যাংক লিমিটেড)
  • সাবেক সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩৪তম নন-ক্যাডার)
  • সাবেক প্রতিষ্ঠাতা: BCS টেকনিক (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
  • প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis (বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগ বই)

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *