জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন আগামী ৩১ মার্চ ২০১৫ তারিখ থেকে শুরু হবে। চলবে ৭ এপ্রিল ২০১৫ পর্যন্ত।
যেসব শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি কিংবা স্থান পেয়েও ভর্তি হয়নি তারাও ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে-
www.nu.edu.bd/admissions
admissions.nu.edu.bd
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন ৩১ মার্চ থেকে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site