ইংল্যান্ড বনাম ফ্রান্স লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২
কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ ইংল্যান্ড বনাম ফ্রান্স লাইভ live, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ইংল্যান্ড vs ফ্রান্স দলের খেলা বাংলাদেশ সময় ১০ ডিসেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হয়েছে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংল্যান্ড দলের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করলেও ইরান ও ওয়েলসকে উড়িয়ে দিয়েই নকআউটে পা রেখেছিল ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতলেও আফ্রিকান প্রতিপক্ষ তিউনিসিয়ার বিপক্ষে হেরেছিল ফ্রান্স। তবে দুই দলই শেষ ষোলো পেরিয়েছে দাপটের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবার আগে তাই আত্মবিশ্বাসের কমতি নেই কোন শিবিরেই।
FIFA world cup 2022 Live Score [Quarter final]
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন/শুরু : | ২০ নভেম্বর ২০২২ |
কোয়ার্টার ফাইনাল : | ৯-১০ ডিসেম্বর ২০২২ |
সেমি ফাইনাল : | ১৩-১৭ ডিসেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচে চমক
- ইংলিশদের সাফল্যের জন্য হ্যারি কেইনকে আক্রমণভাগে ছড়াতে হবে দ্যুতি। মাঝমাঠে দারুণ ফর্মে আছেন জুড বেলিংহাম। এই ম্যাচেও তার দারুণ অ্যাসিস্ট সহজ করে দিতে পারে কেইন-সাকাদের কাজ। ম্যানচেস্টার সিটির উঠতি তারকা ফিল ফোডেনকেও রাখতে হবে ভূমিকা।
- ফ্রান্সের অন্যতম চমক কিলিয়ান এমবাপে। গোলের মধ্যে থাকা এই ফরোয়ার্ড এই ম্যাচেও এগিয়ে নেবেন দলকে এমনটাই থাকবে ভক্তদের প্রত্যাশা। অলিভিয়ের জিরুদকেও ধরে রাখতে হবে ফিনিশিং নৈপুণ্য, বার্সেলোনা তারকা দেম্বেলেকেও যোগাতে হবে সমর্থন।
ফিফা বিশ্বকাপ ২০২২ : ইংল্যান্ড vs যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান / Fact
- ১. এখন পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। ১৭টি জয় নিয়ে হেড টু হেডে এগিয়ে রয়েছে থ্রি লায়নরাই। ফরাসিরা জিতেছে নয়টিতে। তবে ইংলিশদের ১০টি জয়ই ছিল ১৯৫০ এর আগে। একবিংশ শতাব্দীতে চার হারের বিপরীতে ইংল্যান্ডের জয় মাত্র দুটিতে।
- ২. বিশ্বকাপে ফরাসীদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থ্রি লায়নদের। ১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জয়ের আসরে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। ফুটবলের মহাযজ্ঞে শেষ দেখা হয়েছিল ১৯৮২ সালে, সেবার ৩-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
- ৩. চলতি আসরে চার ম্যাচ খেলে এখন পর্যন্ত ১২ গোল করেছে ইংল্যান্ড। মেজর কোন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের কীর্তি এটাই। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও একইসংখ্যক গোল করেছিলেন ইংলিশ ফুটবলাররা, সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল দলটি।
- ৪. চার ম্যাচে পাঁচ গোল করে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন এমবাপে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে পাঁচ গোলের কীর্তি গড়েছেন আগেই।
- ৫. ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনিকে (৫৩ গোল) স্পর্শ করতে কেইনের প্রয়োজন মাত্র এক গোল। ৫২ গোল করে সাবেক ইংলিশ অধিনায়কের ঠিক পেছনেই আছেন টটেনহাম হটস্পার তারকা।
- ৬. ২০০৬ সালের পর ফ্রান্সই প্রথম শিরোপাধারী হিসেবে পরের আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব দেখাতে পেরেছে। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী আসরে শেষ ব্রাজিল গড়তে পেরেছিল এই কীর্তি। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন ও ২০১৪ আসরের চ্যাম্পিয়ন জার্মানি পরবর্তী বিশ্বকাপে বাদ পড়েছিল গ্রুপ পর্বেই।
খেলা কখন কোথায়?
- দল / দেশ : England vs France
- কখন : Brazil vs France এর খেলা বাংলাদেশ সময় ১০ ডিসেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টায়।
- খেলার মাঠ বা ভ্যেনু : আল বাইত স্টেডিয়াম, আল খোর।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড
ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
ইংল্যান্ড দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-1-2-3
- ইংল্যান্ড দলের প্রথম একাদশ :
- পিকফোর্ড (গোলরক্ষক)
- ট্রিপার
- স্টোনস
- ম্যাগুয়ার
- শ’
- রিস
- বেলিংহাম
- সাকা
- মাউন্ট
- স্টার্লিং
- কেইন
কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড
France জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
ফ্রান্স দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১
- ফ্রান্স দলের প্রথম একাদশ :
- (হুগো লরিস (গোলরক্ষক)
- জুলস কুন্দে
- থিও হার্নান্দেজ
- রাফায়েল ভারানে
- ডাওট উপমেকানো
- অরেলিয়েন চুয়ামেনি
- আদ্রিয়েন রাবিওট
- উসমানে দেম্বেলে
- আঁতোয়া গ্রিজম্যান
- কিলিয়ান এমবাপে
- অলিভিয়ের জিরুদ
ব্রাজিল বনাম সার্বিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
- ইংল্যান্ড বনাম ফ্রান্স খেলায় নি:সন্দেহে ফ্রান্স এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 England vs France Live streaming TV broadcast
- Live broadcast in Toffee website : https://toffeelive.com
- Live broadcast in Toffee App : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1
- GTV live : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc
- England vs USA TV Live broadcast in BTV : https://live.btv.gov.bd
England vs France football world cup LIVE STREAMING
England vs France LIVE STREAMING Link : https://www.crichd.com/serbia-vs-brazil-2
আরো পড়ুন : কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে, গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা