এসএসসি পরীক্ষার তারিখ ১৯ জুন ২০২২

এসএসসি পরীক্ষার তারিখ ১৯ জুন ২০২২। এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশের আগে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

১ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের (রুটিন দায়িত্ব) স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এসএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষা :এসএসসি ও সমমান ২০২২
পরীক্ষার তারিখ :১৯ জুন ২০২২
পরীক্ষার সময় :২ ঘণ্টা
(রচনামূলক -= ১ ঘণ্টা ২০ মিনিট,
নৈর্ব্যত্তিক = ২০ মিনিট)
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু :১৯-৫-২০২২
টেস্ট পরীক্ষা :হবে না

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন ২০২২। পরীক্ষার মাস কয়েক আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। এদিকে, এসএসসি পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষা শুরু হবে ২২ আগস্ট ২০২২ থেকে।

এসএসসি সিলেবাস – মানবণ্টন – সাবজেক্ট ম্যাপিং ২০২২

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ, কোন কোন বিষয়ে পরীক্ষা, কোন কোন বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন, সিলেবাস, মানবন্টন, পরীক্ষার সময়ও প্রকাশ করা হয়েছে।

এসএসসি ফরম পূরণ ২০২২

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল থেকে, আর এইচএসসির ৮ জুন। এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে, এইচএসসির ১৪ জুলাই।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালেও এসএসসি এবং এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই ৪টি বিষয় বাদ দেয়া হয়েছে। আর এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদ দেয়া হয়েছে। এ বিষয়গুলোতে গতবারের (২০২১ সাল) মতো এবারও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

২০২২ সালে এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে। উল্লেখ্য, করোনার আগে স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ের ১২টি পত্রে পরীক্ষা হয়েছিল।

এসএসসিতে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামুলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা। এর মধ্যে রচনামূলকের জন্য ১ ঘণ্টা ২০ মিনিট, আর নৈর্ব্যত্তিকের জন্য ২০ মিনিট।

এসএসসি ২০২২ সার্কুলার

ssc exam date 2022 - routine syllabus mark distributions subject mapping
এসএসসি পরীক্ষার তারিখ ২০২২ – এসএসসি সিলেবাস মানবণ্টন সাবজেক্ট ম্যাপিং ২০২২

এসএসসি সিলেবাস ও মানবণ্টন ২০২২

SSC syllabus mark distributions subjects map 2022
এসএসসি সিলেবাস মানবণ্টন সাবজেক্ট ম্যাপিং ২০২২

SSC 2022 exam notice pdf download : https://dhakaeducationboard.gov.bd/data/20220301101001349079.pdf