এসএসসি পরীক্ষার সংবাদ (সর্বশেষ আপডেট)


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২২, ৩:৪৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন /
এসএসসি পরীক্ষার সংবাদ (সর্বশেষ আপডেট)

এসএসসি পরীক্ষা ২০২২-এর প্রথম পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই (১০.৩০টা) কেন্দ্রে প্রবেশের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ। চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় নেবে। পরীক্ষা শুরু সকাল ১১টা থেকে।

অনুপস্থিত ও বহিস্কার পরীক্ষার্থীর সংখ্যা

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন (১৫ সেপ্টেম্বর ২০২২) অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৬২৭ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়।

কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যানুযায়ী- ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯, বরিশাল বোর্ডে ৯৯২, সিলেট বোর্ডে ১ হাজার ১১৯, দিনাজপুরে ১ হাজার ৬৯৬, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮৬৬, ময়মনসিংহে ১ হাজার ২, যশোর বোর্ডে ১ হাজার ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছে মোট চারজন শিক্ষার্থীকে। তাদের মধ্য ঢাকা ও কুমিল্লা বোর্ডে একজন করে, চট্টগ্রাম বোর্ডে দুইজন রয়েছেন।

কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা

  • ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র
  • ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
  • ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
  • ২২ সেপ্টেম্বর গণিত
  • ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং
  • ২৫ সেপ্টেম্বর গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু ও কারুকলা (তত্ত্বীয়),
  • ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ
  • ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ
  • ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি
  • ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান
  • ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।

এসএসসি ২০২২

পরীক্ষা : এসএসসি (SSC) / সমমান
মোট পরীক্ষার্থী : ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী
বোর্ড সংখ্যা :১১টি শিক্ষা বোর্ড
পরীক্ষা শুরুর তারিখ :১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টা
পরীক্ষার (তত্ত্বীয়) শেষ তারিখ :১ অক্টোবর ২০২২

এসএসসি পরীক্ষা ২০২২

সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে।

এসএসসি পরীক্ষা (২০২২) বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

প্রসঙ্গত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ১ অক্টোবর পর্যন্ত এসএসসি এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা চলবে। আর ৩ অক্টোবর পর্যন্ত চলবে দাখিলের লিখিত পরীক্ষা। ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে এসএসসি এবং দাখিলের ব্যবহারিক পরীক্ষা চলবে। আর ২ থেকে ১০ অক্টোবরের মধ্যে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। চলতি বছরের এসএসসি ও সমমানে প্রতিটি পত্রের পরীক্ষার জন ২ ঘণ্টা করে সময় পাবেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২০ মিনিট নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের আর ১ ঘণ্টা ৪০ মিনিট রচনামূলক অংশের পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন তারা।

কোচিং সেন্টার বন্ধ

নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। ২ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

পরীক্ষার্থী ২০ লক্ষাধিক

জানা গেছে, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। আর কেন্দ্র বেড়েছে ১১১টি। জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৫ লাখ ৯৯ হাজার শিক্ষার্থী, আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দেবে ১ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী।

২০২২ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষার্থী মানবিক বিভাগে ৭ লাখ ৯০ হাজারের বেশি। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেবে ৫ লাখ ৮ হাজার ২৩৬ জন আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ১ হাজার ৩৮৪ জন। শিক্ষা মন্ত্রণালয়ের হিসেবে গত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী বেড়েছে ১ হাজার ৪০৫ জন। গত বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছিলো ৫ লাখ ৬ হাজার ৮৩১ জন।

কোন বোর্ডে কত শিক্ষার্থী

  • ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন,
  • রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন,
  • কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন,
  • যশোর বোর্ড থেকে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন,
  • চট্টগ্রাম বোর্ডের ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন,
  • বরিশাল বোর্ডের ৯৫ হাজার ৯৭৬ জন,
  • সিলেট বোর্ডের ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন,
  • দিনাজপুর বোর্ডের ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং
  • ময়মনসিংহ বোর্ডের ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন

পরীক্ষা হবে যেসব বিষয়ে (সাবজেক্ট ম্যাপিং)

২০২২ সালের এসএসসির পরীক্ষায় ৪টি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের ৩টি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। বাকি বিষয়গুলোতে হবে পরীক্ষা। এসএসসিতে যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগ ভেদে বিভাজন হয়। এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।

এসএসসি পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।

কেন্দ্রে প্রবেশ সকাল ১০.৩০টার মধ্যে

প্রচলিতভাবে সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হলেও এবারের এসএসসি ও সমমানে প্রতি বিষয় ও পত্রের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সে হিসেবে সকাল সাড়ে দশটার মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। অনিবার্য কারণে কোন পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সব সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে।

  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্ৰ সচিব ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়

এসএসসি পরীক্ষা দিতে অতিরিক্ত সময় পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলিসিজনিত প্রতিবন্ধী, হাত না থাকা শিক্ষার্থী ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন। আর অটিস্টিক, ডাউনসিনড্রোম ও সেরিব্রাল পালসি আক্রান্ত পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দিয়ে বিশেষ সহায়তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধকতা ও হাত না থাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এ ধরনের পরীক্ষার্থীদের ও শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধকতায় আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বাড়ানোসহ শিক্ষক অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

এসএসসি ফলাফল ডিসেম্বর মাসের মধ্যেই

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ১ অক্টোবর পর্যন্ত। আর এসএসসি ব্যবহারিক পরীক্ষা চলবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দাখিলের ব্যবহারিক পরীক্ষা চলবে। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা চলবে ১ অক্টোবর পর্যন্ত।

১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা চলবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে হিসেবে চলতি বছরের ডিসেম্বর মাসেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরো পড়ুন : এসএসসি পরীক্ষার রুটিন ও বোর্ডের নির্দেশনা ২০২২

Rate this post