বৃত্তি

কমনওয়েলথের বৃত্তি, ১৭ ডিসেম্বরের মধ্যে আবেদন

কী বৃত্তি : মাস্টার্স, মেডিসিনে দক্ষতা এবং পিএইচডি রেজিস্টার্ডদের গবেষণার জন্য বৃত্তি।
কারা দেবে : যুক্তরাজ্য।
কারা পাবে : প্রার্থীদের নিজ দেশে উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আবহাওয়া, পরিবেশ, পানি, স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৃত্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ভালো ফলাফল বিবেচনা করা হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
কী কী লাগবে : http://bit.ly/cscuk-eas-agencies লিংকে গেলে বৃত্তির আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন করতে হবে নির্দেশাবলি দেখে।
আবেদনের শেষ সময় : ১৭ ডিসেম্বর, ২০১৩।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবলিংকে- http://cscuk.dfid.gov.uk/
সূত্র : কালের কণ্ঠ, ২.১০.২০১৩

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button