কলেজ ভর্তি নিশ্চায়ন পদ্ধতি : রেজিস্ট্রেশন ফি জমা যেভাবে
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজ ভর্তি নিশ্চায়ন ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে করতে হবে। গত ২৯ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। একাদশে ভর্তির আবেদন করা ১৫,৭৬,১৪১ জনের মধ্যে প্রথম ধাপে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১৪,৫৭,২২৬ জন শিক্ষার্থী।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ তারিখ থেকে।
কলেজে একাদশে ভর্তি নিশ্চয়নের তারিখ
- ১ম পর্যায়ে সিলেকশন নিশ্চায়ন : ২৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২
- ২য় পর্যায়ের আবেদন গ্রহণ : ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২২
- ২য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন : ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২২
- ৩য় পর্যায়ের আবেদন গ্রহন : ১৩ ফেব্রুয়ারি ২০২২
- ৩য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন : ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২২
- ভর্তি নিশ্চায়ন ফি: ২২৮ টাকা
- ভর্তি : ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২২
- ক্লাশ শুরু : ২ মার্চ ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রাথমিকভাবে / প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীদের (১৪,৫৭,২২৬ জন) ভর্তি নিশ্চিয়নের সময়সীমা ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন ফি বাবদ ২২৮ টাকা বিকাশের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
ভর্তি নিশ্চয়ন করতে হবে টেলিটক/ বিকাশ/নগদ/রকেট/উপায় ইত্যাদির যেকোনো একটির মাধ্যমে। নিচে ভর্তি নিশ্চয়নের পদ্ধতি বা নিয়মের বিস্তারিত দেয়া আছে।
কলেজে মাইগ্রেশন
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচিতরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।
প্রথম ধাপে বাদ ১ লাখ ১৯ হাজার
জানা গেছে, আসন সীমিত থাকায় ও ভালোমানের কলেজগুলোতে বেশি আবেদন হওয়ায় ১ লাখ ১৯ হাজার আবেদনকারী প্রথম ধাপে ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ ধারী ১২ হাজার ১৬০ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তির সুযোগ পাননি। তবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন করেও ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন বলে জানা গেছে।
জিপিএ-৫ পেলেও মেধাক্রম ও স্কোরে পিছিয়ে পড়ায় এসব শিক্ষার্থী প্রথম ধাপে নির্বাচিত হতে পারেনি। অটো মাইগ্রেশনের সময় আসন শূন্য হলে কিছু শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
কলেজে ২য় ও ৩য় পর্যায়ের আবেদন
৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। সেদিন রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে।
১৩ ফেব্রুয়ারি ৩য় পর্যায়ের আবেদনের সুযোগ দেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত ৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
টেলিটকের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি
টেলিটকের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করার ফি ও টেলিটক সার্ভিস চার্জ মিলে মোট খরচ হবে ২১৪.৮০ টাকা।
CAD<space>বোর্ডের ১ম তিন অক্ষর<space>রোল নম্বর<space>পাশের সন লিখে তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: CAD DHA 104285 2022
প্রথম এসএমএস পাঠানো হলে Reply এসএমএসে শিক্ষার্থীর নাম, শিক্ষা বোর্ড, রোল নম্বর সহ একটি পিন নম্বর আসবে।
CAD YES PIN MOBILENUMBER লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে মোবাইল নম্বরটি শিক্ষার্থীর আবেদনের দেওয়া নম্বরটি হতে হবে। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: CAD YES 121252 01762
এছাড়া বিকাশের মাধ্যমেও ভর্তি নিশ্চয়ন করা যাবে