শিক্ষা বার্তা

চবি: প্রবেশপত্রের ছবি সংক্রান্ত জটিলতা দূর

প্রবেশপত্রের ছবি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তিচ্ছুদের প্রবেশপত্রে ভুল ছবি যুক্ত হওয়ার অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। অনলাইনে আবেদনের সময় অনেক শিক্ষার্থীই কম্পিউটার থেকে ভুলবশত বিভ্রান্তিকর ছবি যুক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ছবি আপলোড বা সংযুক্ত করার দায়িত্ব পরীক্ষার্থীর নিজেদের। পরীক্ষার্থীরা বাণিজ্যিক  প্রতিষ্ঠান বা সাইবার ক্যাফে থেকে ছবি আপলোড করাতে গিয়েই জটিলতা সৃষ্টি করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
যাদের ছবি সংক্রান্ত হয়েছে, তাদেরকে পরীক্ষার হলে সত্যায়িত ছবি (২ কপি) ও এইচএসসি/সমমানের পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে আনতে বলা হয়।
এ বিষয়ে আরও তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.cu.ac.bd ।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button