জিপিএ-৪ গ্রেডিং বিন্যাস চূড়ান্ত, এ বছরই কার্যকর


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১২:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৯ অপরাহ্ন /
জিপিএ-৪ গ্রেডিং বিন্যাস চূড়ান্ত, এ বছরই কার্যকর

জিপিএ-৪ গ্রেডিং বিন্যাস সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। চলতি বছর অর্থাৎ ২০২০ সালের জেএসসি পরীক্ষা থেকে জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪-এর ভিত্তিতে পরীক্ষা হবে। এর পর আগামী বছর অর্থাৎ ২০২১ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষাও জিপিএ ৪-এর ভিত্তিতে হবে বলে জানা গেছে।

জিপিএ ৪-এর গ্রেডিং বিন্যাস সংক্রান্ত শিক্ষা বোর্ডের চূড়ান্ত প্রস্তাব সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এটি গেজেট আকারে প্রকাশ করলেই দাপ্তরিকভাবে এ পদ্ধতি কার্যকর হবে।

জিপিএ ৪-এর চূড়ান্ত গ্রেডবিন্যাস অনুযায়ী, ৯০ থেকে ১০০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের লেটার গ্রেড ‘এ প্লাস’ ও গ্রেড পয়েন্ট হবে ৪, যা সর্বোচ্চ ফল। এরপর ৮০ থেকে ৮৯ নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড ‘এ’ ও গ্রেড পয়েন্ট ৩.৫, ৭০ থেকে ৭৯ নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড ‘বি প্লাস’ ও গ্রেড পয়েন্ট ৩, ৬০ থেকে ৬৯ নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড ‘বি’ ও গ্রেড পয়েন্ট ২.৫, ৫০ থেকে ৫৯ নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড ‘সি প্লাস’ ও গ্রেড পয়েন্ট ২, ৪০ থেকে ৪৯ প্রাপ্তদের লেটার গ্রেড ‘সি’ ও গ্রেড পয়েন্ট ১.৫, ৩৩ থেকে ৩৯ প্রাপ্তদের লেটার গ্রেড ‘ডি’ ও গ্রেড পয়েন্ট হবে ১ এবং ০ থেকে ৩২ প্রাপ্তদের লেটার গ্রেড ‘এফ’ ও গ্রেড পয়েন্ট হবে ০।

প্রায় সব দেশেই জিপিএ ৪-এর ভিত্তিতে পাবলিক পরীক্ষাগুলোর গ্রেডিং বিন্যাস হয়। এমনকি বাংলাদেশের অনার্স-মাস্টার্স পর্যায়েও জিপিএ ৪-এর ভিত্তিতে গ্রেডিং বিন্যাস বা ফলাফল প্রকাশ হয়। মূলত, আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল রাখার উদ্দেশ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৪-এর ভিত্তিতে গ্রেডিং বিন্যাস করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে পাবলিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি (জিপিএ-৫) চালু হয় ২০০১ সালে।

শিক্ষা মন্ত্রণালয় জিপিএ-৪ গ্রেডিং পদ্ধতির গেজেট প্রকাশ করলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও একই গ্রেডিংয়ে ফলাফল প্রকাশ করবে বলে জানা গেছে।

Rate this post