জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল ঘোষণা ২০২৩
জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে বা ভবিষ্যতে আর কখনো অষ্টম শ্রেণির এই পাবলিক পরীক্ষা (জেএসসি ও জেডিসি) হবে না। এর বদলে প্রচলিত নিয়মে এই ক্লাসের শিক্ষার্থীদের বর্ষ সমাপনী বা বার্ষিক পরীক্ষা হবে। উল্লেখ্য, করোনার কারণে গত ৩ বছর ধরে স্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এই পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ নেই। এই অবস্থায় সরকার আনুষ্ঠানিকভাবে এই ২ পাবলিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।
শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ থেকে জানা যায়, তাদের প্রস্তাবে বলা হয়েছিল- ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। তাই ২০২২,২০২৩ এবং পরবর্তীতে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’ ওই আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করেছেন।
জেএসসি পরীক্ষা কত সাল থেকে শুরু হয়েছে
২০০৯ সালে প্রথমবারের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পরিবর্তে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া শুরু করা হয়। পরে মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। এরপর ২০১০ সাল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। করোনার কারণে গত ৩ বছর এসব পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করলো কর্তৃপক্ষ।