২০২১ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না, তবে বার্ষিক পরীক্ষা হবে। ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও এসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে ফলাফল দিয়ে নবম শ্রেণিতে উঠানো বা প্রমোশন করা হবে।
পরীক্ষার ফল ও এসাইনমেন্টের ভিত্তিতেই শিক্ষার জেএসসি পরীক্ষার্থীদের ফলাফল ও সনদ দেয়া হবে।
৯ নভেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও এসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।
২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণের জন্য নির্দেশ দেওয়া হলো।
Table of Contents
জেএসসি-জেডিসির ফলাফল মূল্যায়ন যেভাবে
জেএসসির মতোই জেডিসিতে একই পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা ও এসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশ করে ৯ম শ্রেণিতে শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হবে।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের কোনো শ্রেণিরই পরীক্ষা না নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল; এমনকি প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা নেয়া হবে না বলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
জেএসসি সনদের জন্য ফরম পূরণের নির্দেশ
চলতি ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সনদ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফরম পূরণের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন >>