টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
৮টি সরকারি টেক্সটাইল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে ৫ জুলাই থেকে, চলবে ৭ আগস্ট ২০২২ রাত ১২টা পর্যন্ত।
৮টি সরকারি টেক্সটাইল কলেজে ৪টি ডিপার্টমেন্টে মোট আসন ৯৬০টি। একেকটি কলেজে প্রতিটি ডিপার্টমেন্টে ৩০টি আসন করে বরাদ্দ।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২২
আবেদন কার্যক্রম শুরু | ৫ জুলাই ২০২২ সকাল ১০টা |
আবেদন কার্যক্রম শেষ | ৭ আগস্ট ২০২২ রাত ১২টা |
আবেদন ফি | ১০০০ টাকা |
ভর্তি পরীক্ষার তারিখ : | ২০ আগস্ট ২০২২ সকাল ১০টা-১১.২০টা |
ফলাফল প্রকাশের তারিখ : | ২৩ আগস্ট ২০২২ |
অনলাইনে আবেদনের লিংক : | dot.teletalk.com.bd |
আসন সংখ্যা
বিভাগের নাম | আসন সংখ্যা |
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ২৪০ |
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ২৪০ |
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | ২৪০ |
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ২৪০ |
মোট আসন = | ৯৬০টি |
অধিভুক্ত কলেজসমূহ
বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৭ টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বুটেক্স এর অধিভুক্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে।
- ১। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
- ২। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
- ৩। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
- ৪। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
- ৫। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল।
- ৬। ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
- ৭। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
- ৮। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।
ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন
ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী MCQ পদ্ধতিতে। প্রশ্নপত্রে ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
পরীক্ষার বিষয় | নম্বর |
গনিত | ৬০ |
পদার্থ | ৬০ |
রসায়ন | ৬০ |
ফাংশনাল ইংলিশ | ২০ |
মোট নম্বর : | ২০০ |
- পরীক্ষার্থীদের উত্তরপত্রে (OMR শিট) কালাে কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার রােল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
- ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম, কোন ধরনের ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মােবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না।