শিক্ষা বার্তা

ডিগ্রি পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আজ (২/০৩/২০১৪) দুপুর ২টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। ০২/০৩/১৪ তারিখ থেকে ০৫/০৫/১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারী ছুটির দিন ছাড়া) ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর সারাদেশে মোট ৪,৭৫,৯৭২ জন শিক্ষার্থী (১ম, ২য় ও ৩য় বর্ষ) পরীক্ষায় অংশ নেবে। ১ম বর্ষের পরীক্ষার্থীর সংখ্যা ১,৮৩,৫৬৯ জন, ২য় বর্ষে ১,৩৭,৫৪৬ জন ও ৩য় বর্ষে ১,৫৩,৬২২ জন, সার্টিফিকেট কোর্স পরীক্ষায় ১,১৬২ জন, বি-মিউজিক ৭২ জন এবং ক্রিড়াবিজ্ঞানে ৩৪ জন।
৬৬৬টি কেন্দ্রে এবার মোট ১,৬২৭টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
জরুরী যেকোন প্রয়োজনে ৯২৯১০১৭ এবং ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button