শিক্ষা বার্তা

ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শনিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে ধর্মঘট শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ বা অপসারণের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় শিক্ষক সমিতি।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অচল হয়ে পড়েছে। সকালে প্রশাসনিক ভবনের গেইটের তালা খুলতে এলে কর্মচারীদের তা না খোলার অনুরোধ করেন শিক্ষকরা। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসও ধর্মঘটের কারণে অচল ছিল।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button