নতুন বাস ভাড়ার তালিকা ২০২৩ | প্রতি কিলোমিটারে কত টাকা
নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)। ৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে এই নির্ধারিত বাস ভাড়া কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বাস ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ভাড়ার তালিকা (২০২২) ৭ আগস্ট ঘোষণা করা হয়েছে। জ্বালানি তেলের দাম কত বাড়ার কারণে গণপরিবহনেরও ভাড়া বাড়ানো হয়েছে। বিআরটিএ প্রণীত আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের নতুন বাস ভাড়ার তালিকা ২০২২ (pdf) নিচে দেয়া হয়েছে।
ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা ২০২২
- Dhaka city (metro area) bus fare chart pdf (part-1) : http://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/page/2e6949b3_de20_460e_b816_3f03631d430f/2022-08-08-10-02-fa4d0cc803ca892a4130a12ed637eaa1.pdf
- Dhaka city (metro area) bus fare chart pdf (part-2) : http://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/page/2e6949b3_de20_460e_b816_3f03631d430f/2022-08-08-10-03-6fd08c6fe9f8867f0c5278481003dda2.pdf
- Dhaka city (metro area) bus fare chart pdf (part-3) : http://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/page/2e6949b3_de20_460e_b816_3f03631d430f/2022-08-08-10-03-dd647f1ca86e36704ec172cf39ba138d.pdf
- Dhaka city (metro area) bus fare chart pdf (part-4) : http://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/page/2e6949b3_de20_460e_b816_3f03631d430f/2022-08-08-10-04-e426420bc39550beca84bb690644b0da.pdf
- Dhaka city (metro area) bus fare chart pdf (part-5) : http://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/page/2e6949b3_de20_460e_b816_3f03631d430f/2022-08-08-10-05-f38eb5212df05f41a68edae988c842ee.pdf
জ্বালানি তেলের দাম কত বেড়েছে
৬ আগস্ট ২০২২ তারিখ থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা আর অকটেনের দাম ৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা।
ডিজেল ও কেরোসিনের দাম এক ধাক্কায় ৪২.৫%; অকটেন ও পেট্রোলে ৫১% বেড়ে গেলো।
বাস ভাড়া বেড়েছে ২৭%
শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর আরেক দফা ভাড়া বাড়াতে ৭ আগস্ট বিকালে ঢাকার বিআরটিএ প্রধান কার্যালয়ে (বনানী) পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিক, পরিবহন শ্রমিক নেতারা। পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাজধানীসহ দেশের সিটি এলাকায় বাস ভাড়া ১৩.১৬ শতাংশ বাড়িয়ে প্রতি কিলোমিটারে ২.৪৩ টাকা নির্ধারণ করা হতে পারে। তবে দূরপাল্লায় বাড়তে পারে ১৬.২২ ভাগ। এর ফলে দূর পাল্লায় কিলোমিটার ভাড়া দাঁড়াবে প্রতি ২.৯২ টাকা। আর লঞ্চের ভাড়া ১৯.১৮ ভাগ বাড়িয়ে কিলোমিটার প্রতি ২.৬২ টাকা নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বিকালে বৈঠকে বসবে পরিবহন মালিকরা। এর আগেই জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক প্রতিবেদনে সম্ভাব্য এই ভাড়ার ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। জ্বালানি সাংবাদিকদের সংগঠনের ফেসবুক গ্রুপে এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে। সেখানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি এই মূল্য বৃদ্ধি পরিবহন ভাড়ার উপর কী প্রভাব ফেলতে পারে তা-ও তুলে ধরা হয়েছে।
যদিও বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা আসবে বিআরটিএর কাছ থেকেই, আর একইভাবে লঞ্চ ভাড়া নির্ধারণ করে বিআইডব্লিটিএ।
জানা গেছে, জ্বালানি তেলের দাম নির্ধারণের আগেই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছিল জ্বালানি বিভাগ। ওই বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন মালিকদের কোনোধরনের অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। আর পরিবহন মালিকরা শুধু জ্বালানি নয়, অন্য খরচগুলো সমন্বয় করে ভাড়া নির্ধারণেরও দাবি জানিয়েছেন।
প্রতি কিলোমিটারে ঢাকা ও সিটি সার্ভিসের ভাড়া
সিটি এলাকার বাসের আসন সংখ্যা ৫২ ধরা হয়েছে। তবে এক্ষেত্রে যাত্রী পূর্ণতা ৯৫ ভাগ হিসেবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরা হয়েছে। বর্তমান প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ দশমিক ১৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি পেতে পারে ১৩ দশমিক ৬০ টাকা। সে হিসাবে প্রতি কিলোমিটারে এ ভাড়া বৃদ্ধি পাবে ০ দশমিক ২৮৩ টাকা। এর ফলে প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা (২ দশমিক ১৫+০ দশমিক ২৮৩)। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৩ দশমিক ১৬ ভাগ।
দূরপাল্লার পরিবহন ভাড়া
দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করার জন্য ৭০ ভাগ যাত্রী পূর্ণতার হিসাব ধরে ৩৫ দশমিক ০৭ জন নির্ধারণ করা হয়েছে। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে কিলোমিটার প্রতি খরচ বেড়েছে ১০ দশমিক ৪৬ টাকা। সেই হিসাবে কিলোমিটার প্রতি ভাড়া ০.৯২২ টাকা ভাড়া বাড়ার কথা। এতে যাত্রীপ্রতি প্রতি কিলো মিটারে এ বাস ভাড়া হবে ২ দশমিক ০৯২ টাকা (১.৮০+০.২৯২)। অর্থাৎ ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার ১৬ দশমিক ২২ ভাগ।
লঞ্চ ভাড়া
যাত্রীবাহী লঞ্চের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ১৯ টাকা। ডিজেলের বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি ৪২ শতাংশ। বর্তমানে যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে ২ দশমিক ১৯ টাকার ৪৫ শতাংশ হিসেবে ০ দশমিক ৯৯ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে লঞ্চে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ ০ দশমিক ৪১৫৮ বা ৪২ পয়সা (০ দশমিক ৯৯- এর ৪২%) বৃদ্ধি পেতে পারে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার দাঁড়াবে ১৯ দশমিক ১৮ শতাংশ।
এর আগে, ২০২১ সালে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ (প্রতি কিলোমিটারে ১.৪২ থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল) এবং ঢাকায় ২৬.৫ শতাংশ (প্রতি কিলোমিটারে ১.৪২ থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হয়েছিল) বাড়ানো হয়েছিল।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের নতুন বাস ভাড়ার তালিকা ২০২২ pdf
শিরোনাম | প্রকাশের তারিখ | ডাউনলোড |
---|---|---|
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা (অন্যান্য জেলা) | ২০২২-০৮-০৭ | Click > PDF |
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা (সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলা) | ২০২২-০৮-০৭ | Click > PDF |
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা (মহাখালী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলা) | ২০২২-০৮-০৭ | Click > PDF |
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা (গাবতলী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলা) | ২০২২-০৮-০৭ | Click > PDF |
ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা ও চট্রগ্রাম মহানগরীসহ দূরপাল্লা রুটে ডিজেল চালিত বাস ভাড়া পুনঃনির্ধারণ প্রসঙ্গে। | ২০২২-০৮-০৬ | Click > PDF |
- সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা : https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/3699f1ee_320b_4950_a1b3_39066e802871/2022-08-07-14-29-4023832f51abe7996ee5240131c6f2d2.pdf
- মহাখালী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা: https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/8de7538a_aeec_4176_ad8a_4286e16debca/2022-08-07-14-27-4e3a60168ddeb737f7b422355ad55e84.pdf
- গাবতলী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা: https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/62e9d4be_82c3_4d0a_b0fd_760877aa3601/2022-08-07-14-26-b1a200b3b25471040ba357c55672eb40.pdf
- অন্যান্য আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা: https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/00c83362_bea1_446e_b08d_b5544265bfa6/2022-08-07-14-30-de70d6d1afac85b75c345f70569d3170.pdf
Dhaka city and All route’s Bus Fare Chart 2022 in Bangladesh by BRTA – PDF download link :
- ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা (খণ্ড – ১)
- ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা (খণ্ড – ২)
- ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা (খণ্ড – ৩)
- ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা (খণ্ড – ৪)
- ঢাকা মেট্রো এলাকার বাস ভাড়ার তালিকা (খণ্ড – ৫)
- Dhaka city, Chittagong city and long route bus fare chart 2022 : Pdf > CLICK
- Inter city and long route bus fare chart 2022 (Other districts) : Pdf > CLICK
- Inter city and long route bus fare chart 2022 (Sayedabad bus terminal to Other districts) : Pdf > CLICK
- Inter city and long route bus fare chart 2022 (Mohakhali bus terminal to Other districts) : Pdf > CLICK
- Inter city and long route bus fare chart 2022 (Gabtali bus terminal to Other districts) : Pdf > CLICK
………..
৯ নভেম্বর ২০২১ থেকে ৬ আগস্ট ২০২২ পর্যন্ত
ঢাকার বাস ভাড়ার চার্ট ২০২১
গন্তব্য / যাত্রা পথ | আগের ভাড়া | ২০২১ সালেরভাড়া |
উত্তরা থেকে কাওরান বাজার | ২৯ টাকা | ৩৮ টাকা |
মতিঝিল থেকে উত্তরা | ৩৭ | ৪৬ |
মিরপুর-১ থেকে প্রেস ক্লাব | ১৯ | ২৩ |
পল্লবী থেকে প্রেস ক্লাব | ৩২ | ৩৮ |
মিরপুর-১ থেকে উত্তরা | ৩২ | ৪০ |
উত্তরা থেকে মহাখালী | ১৬ | ২৫ |
সদরঘাট থেকে উত্তরা | ৩৯ | ৪৮ |
গুলিস্তান থেকে যাত্রাবাড়ী | ৭ | ১০ |
পল্টন থেকে সায়েন্স ল্যাব | ৭ | ১০ |
শাহবাগ থেকে গাবতলী | ১৪ | ১৭ |
শাহবাগ থেকে কলাবাগান | ৭ | ১০ |
শাহবাগ থেকে মৎস ভবন | ৭ | ১০ |
মালিবাগ থেকে রামপুরা | ৭ | ১০ |
মহাখালী থেকে গুলিস্তান | ১১ | ১৫ |
মিরপুর-১০ থেকে যাত্রাবাড়ী | ৩৭ | ৪৮ |
ফার্মগেট থেকে সায়েদাবাদ | ১৩ | ১৬ |
সাভার থেকে টেকনিক্যাল মোড় | ২৬ | ২৯ |
মহাখালী থেকে গাজীপুর | ৪৮ | ৬৫ |
বনানী থেকে মগবাজার | ১১ | ১৫ |
কমলাপুর থেকে মহাখালী | ১৭ | ২১ |
গুলিস্তান থেকে মহাখালী | ১১ | ১৫ |
মোহাম্মদপুর থেকে উত্তরা | ৩০ | ৪২ |
কাকরাইল থেকে বঙ্গবন্ধু এভিনিউ | ৭ | ১০ |
Bus fare chart 2021 in Dhaka city
ভাড়া বাড়েনি যেসব বাসে – সিএনজি চালিত বাসের তালিকা
ঢাকা যেসব গাড়ি সিএনজিচালিত সেগুলো হলো-
১. গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট লিমিটেড (৪০টি বাস),
২. অনাবিল সুপার লিমিটেড (৫টি বাস),
৩. প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেড (১২টি বাস),
৪. শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেড (৩০টি বাস),
৫. আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেড (২০টি বাস),
৬. মেঘালয় ট্রান্সপোর্ট লিমিটেড (৫টি বাস),
৭. হিমালয় ট্রান্সপোর্ট লিমিটেড (১৪টি বাস),
৮. ভিআইপি অটোমোবাইল লিমিটেড (২টি বাস),
৯. শিকড় পরিবহন লিমিটেড (৮টি বাস),
১০. বিকল্প অটো সার্ভিস লিমিটেড (১টি বাস),
১১. মেঘলা ট্রান্সপোর্ট লিমিটেড (২৭টি বাস),
১২. গাবতলী লিংক মিনিবাস সার্ভিস (১১টি বাস),
১৩. ৬ নং মতিঝিল বনানী কোচ (২১টি বাস)
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।