পরিবহন কার্ড থাকলেই হাফ পাস পাবে শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের কাছে পরিবহন কার্ড থাকলেই হাফ পাস দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বৈঠকে। ২৭ নভেম্বর বিআরটিএ কার্যালয়ে বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাস মালিকরা এর পাশাপাশি আরো কিছু প্রস্তাব ও দাবি উত্থাপন করা হয়।
শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ড তৈরির করার প্রস্তাব দিয়েছে বাস মালিক সমিতি। এ ছাড়া অর্ধেক ভাড়া বা হাফ পাস চালু করতে সরকারের কাছে বছরে সর্বোচ্চ দুই হাজার কোটি টাকা প্রণোদনারও দাবি করেছেন বাস মালিকরা।
বাস মালিকদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রতিবছর যে বাজেট করা হয়, সেই বাজেটেই যেন প্রণোদনার বিষয়টি থাকে। এ ছাড়াও আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ড তৈরি করা হবে। যাদের পরিবহন কার্ড থাকবে শুধু ওই শিক্ষার্থীরাই বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে। এই পরিবহন কার্ডটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়ার প্রস্তাব করা হয়।
আলোচনায় বাস মালিকদের পক্ষ থেকে কয়েক জন বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের হাফ পাস দরকার নাই। যেসব শিক্ষার্থীর পরিবার সচ্ছল না শুধু তারাই যেন হাফ পাসের সুবিধা পায়।
পুরো বিষয়টি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করার প্রস্তাব আসে।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, গত ২৫ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় ২৭ নভেম্বর এই বৈঠক হলো। পরিবহণ মালিক-শ্রমিকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। ঢাকা শহরে কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত শিক্ষার্থী, ইত্যাদি তথ্য তারা চেয়েছেন।
বৈঠক শেষে পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে সমাধানে চেষ্টা চলছে। ঢাকার অধিকাংশ বাসমালিক গরিব। হাফ ভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে, তা সরকার কিভাবে পূরণ করবে? সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই ব্যাপারে কিছু প্রস্তাব দিয়েছি।