পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসার উত্তর
পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসার উত্তর :
১. পলিটেকনিকে আবেদন করবো কিভাবে?
উত্তর : ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ৯ আগস্ট ২০২০ থেকে ২৬ আগস্টের মধ্যে।
২. আবেদন কোথায় বা কিভাবে করবো?
উত্তর : বাড়ির পার্শ্বের বাজারে স্টুডিওর দোকান বা যেখানে ভর্তি সংক্রান্ত কাজ করে থাকে সেখানে গিয়ে করতে পারবেন। তাছাড়া, নিজেই আবেদন করা যাবে কম্পিউটার বা মোবাইল দিয়ে।
৩. আবেদন করতে কত টাকা লাগে?
উত্তর : আবেদন করার বোর্ড ফি ১৫০৳ প্রতি শিফটের জন্য। এখন যদি দুই শিফটেই আবেদন করতে চান তাহলে টাকা লাগবে ৩০০ যদি নিজে নিজেই করতে পারেন। এছাড়া কোন দোকান বা অন্য যেখানেই করুন না কেন আপনার কাছ থেকে নেওয়া হবে ৩৫০-৫০০ টাকা।
৪. তারপর কি করতে হবে?
উত্তর : অপেক্ষা করতে হবে। ৩০ আগস্ট প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে।
৫. যদি চান্স না পাই, তাহলে কি করবো?
উত্তর : ২য় পর্যায়ে আবার আবেদন করতে হবে ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে (আর কোন টাকা লাগবে না)। যার ফলাফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর (২য় পর্যায়ে)
৬. এবারও যদি চান্স না পাই, তাহলে?
উত্তর : ৩য় পর্যায়ে আবারও আবেদনের সুযোগ পাবে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (আর কোন টাকা লাগবে না)। ফলাফল – ১৭ সেপ্টেম্বর (৩য় পর্যায়ে)।
এরপরেও যদি চান্স না পান, তাহলে আর আবেদন করতে হবে না। কলেজে ভর্তির ১মাস পর ওয়েটিং লিস্টের রেজাল্ট দিবে সেখানে চান্স হয়ে গেলে তো ভালো। না হলে আপনার আর পড়া হলো না ডিপ্লোমাতে!
৭. চান্স পাওয়ার পর কি করতে হবে?
উত্তর : আপনি যদি ১ম, ২য় বা ৩য় পর্যায়ে চান্স পান তাহলে ভর্তি নিশ্চায়ন করতে হবে অনলাইনে। ভর্তি নিশ্চায়ন ফি ১০২১ টাকা দিতে হবে।
১ম পর্যায়ে চান্স পেলে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে।
২য় পর্যায়ে চান্স পেলে ১১ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।
৩য় পর্যায়ে চান্স পেলে ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
৮. কোথায় থেকে করবো?
উত্তর : যেখান থেকে ভর্তি আবেদন করেছেন সেখান থেকেই করতে পারবে। ফি নিবে ১২০০/-
৯. তাহলে কি ভর্তির কার্যক্রম শেষ?
উত্তর : না, এরপর ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে। ক্লাস শুরুর ১-৭ দিনের মধ্যে অন্তত ১দিন উপস্থিত থাকতে হবে। না থাকলে ভর্তি বাতিল হবে।