ভারতীয় ভিসার জন্য পোর্ট নির্বাচন করতে হয়। অনলাইনে ভিসার আবেদন করার সময় বাংলাদেশ-ভারত স্থল বন্দর / পোর্ট বা সীমান্ত ইমিগ্রেশন সিলেক্ট করতে হয়। অনেক বর্ডার পোর্ট আছে বাংলাদেশ সীমান্তে এক নাম আর ভারতীয় সীমান্তে আরেক নাম। তাই অনেক ভ্রমণকারী সঠিক নামটি নিয়ে বিভ্রান্তিতে থাকেন।
- ১. ভারতীয় ভিসায় বর্ডার পোর্ট যদি ডাউকি (সিলেট)/ সোনামসজিদ (রাজশাহী)/ হিলি (দিনাজপুর)/ বাংলাবান্দা (পঞ্চগড়), বুড়িমারি (লালমনিরহাট)/ আখাউড়া (বি. বাড়িয়া) দেয়া থাকে। তাহলে কি হরিদাসপুর/গেদে পোর্ট দিয়ে কিংবা বিমানে যেতে পারবো?
উত্তর : এখানে উল্লেখিত পোর্টের যেটাতেই ভিসা থাকুক না কেন আপনি হরিদাসপুর/ গেদে/ বিমানেও যেতে পারবেন। এছাড়া আপনি চাইলে ভিসাতে যে পোর্ট সেটা দিয়ে ঢুকে হরিদাসপুর/ গেদে/ বিমানে ফেরত আসতে পারবেন। আবার চাইলে তার বিপরীতও করতে পারবেন।
- ২. ভিসার পোর্ট : হরিদাসপুর, গেদে, হরিদাসপুর/ বাই এয়ার/বাই ট্রেন দেওয়া আছে। তাহলে কি ডাউকি বা বাংলাবান্ধা দিয়ে যাওয়া যাবে?
উত্তর : না। শুধু হরিদাসপুর / গেদে (বাই ট্রেন) বা বাই এয়ারে (Airlines) যেতে পারবেন। এর বাইরে অন্য কোনো পোর্ট দিয়ে যেতে পারবেন না আবার আসতে ও পারবেন না।
- ৩. ভিসায় ডাউকি বা চেংরাবান্ধা বা হরিদাসপুর দেওয়া। তাহলে কি দর্শনা- গেদে পোর্ট দিয়ে ট্রেনে না গিয়ে হেঁটে যাওয়া যাবে?
উত্তর : না। এটা শুধুমাত্র যারা বাই ট্রেনে যাবেন তাদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যারা পায়ে হেঁটে বা গাড়িতে যেতে ইচ্ছুক তাদের ওই পোর্টের জন্য ভিসা আবেদন করতে হবে।
- ৪. আমার ভিসা বুড়িমারি দিয়ে। আমি কি শ্যামলীর ডাউকি সার্ভিসটা আগের মত নিতে পারবো?
উত্তর : শ্যামলীর অফারের সঙ্গে পোর্ট নিষেধাজ্ঞা তুলে দেয়ার কোনো সম্পর্ক নাই। শ্যামলীর অফার চালু থাকলে নিতে পারবেন।
- ৫. যেহেতু বুড়িমারি দিয়ে ভিসা নেওয়া সেক্ষেত্রে শ্যামলীর ডাউকি দিয়ে কিভাবে যাবেন?
উত্তর : শ্যামলীর ভিসাটা ওয়ানটাইম প্যাকেজ ও চুক্তিভিত্তিক ভিসা। এটা আপনি শ্যামলী বাসের তত্ত্ববধানে যাবেন, প্যাকেজ এর নির্দিষ্ট জায়গা ঘুরে তারাই আপনাকে নিয়ে আসবে।
- ৬. ভারতীয় ভিসার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। রুট হরিদাসপুর দিয়ে। আমি কি চাইলে এই ভিসা থাকা অবস্থায় অন্য কোনো রুট দিয়ে ভিসা করানো যাবে?
উত্তর : হ্যাঁ। ভিসা থাকা অবস্থায়ও নতুন ভিসার জন্যে আবেদন করতে পারবেন। পূর্বের ভিসায় অন্তত একবার ভ্রমণ করলেই নতুন ভিসার জন্যে আবেদন করতে পারবেন।
- ৭. আমার ভিসা বাই রেল গেদে / হরিদাসপুর। আমি কি গেদে দিয়ে বাই রোড়ে যাওয়া আসা করতে পারবো?
উত্তর : না, সেটা পারা যাবে না। যদিও তারা দর্শনা গেদের সম্মিলিত পোস্ট উল্লেখ করলে ও ভিসা সেন্টার থেকে জানানো হয় শুধুমাত্র বাই ট্রেনে দর্শনা-গেদে দিয়ে যাওয়া যাবে। ভারত সরকার বাই রোড় হরিদাসপুর / বাই ট্রেন দর্শনা-গেদে / বাই এয়ার এর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
- ৮. ভিসায় বাই রেল গেদে/ বাই এয়ার দেওয়া আছে, আমি কি চাইলে ডাউকি দিয়ে শিলং কিংবা হরিদাসপুর থেকে যাওয়া আসা করতে পারবো?
উত্তর : না, যাওয়া যাবে না। ডাউকি পোর্টে নিষেধাজ্ঞা আছে এখনো। ডাউকি দিয়ে যেতে হলে ডাউকি’র ভিসা লাগবে। তবে আপনি বোনাস হিসেবে চাইলে হরিদাসপুর দিয়ে বাই বাসে কলকাতা যেতে পারবেন।
Table of Contents
বাংলাদেশ-ভারত স্থল বন্দর এর নাম
- বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India - বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India - আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India - ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India - নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India - তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India - দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India - বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India - গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India - রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India. - সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India - Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India. - চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোমার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India - সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India - ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India - শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam - বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura. - হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India - বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India - টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar - বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura - বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India
Proposed Land Ports
- মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal - প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur