আজকের বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf : BB AD mcq answers
আজকের বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf (BB AD mcq question answers 2022) এখানে দেয়া হলো। প্রিলিমিনারি (mcq) এই পরীক্ষায় অংশ নিয়েছেন ১,৩৪,৩৬৫ জন চাকরি প্রার্থী।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ ২০২২
ব্যাংক : | বাংলাদেশ ব্যাংক (Bangladesh bank) |
পদের নাম : | সহকারী পরিচালক (AD) |
পদের সংখ্যা : | ২২৫টি |
প্রার্থী সংখ্যা : | ১,৩৪,৩৬৫ জন |
পরীক্ষার তারিখ : | ২৮-১০-২০২২ |
পরীক্ষার সময় : | সকাল ১০টা থেকে ১১টা |
ওয়েবসাইট : | https://erecruitment.bb.org.bd |
প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর
প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
বাংলাদেশ ব্যাংকের এডি পদের সুযোগ সুবিধা
সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাবেন।
AD প্রশ্ন বিশ্লেষণ
মোট MCQ = ১০০টা। ৭৫টা প্রশ্নই ইংরেজিতে।
নম্বর বণ্টন :
- বাংলা- ২৫,
- ইংরেজি-২৫,
- ম্যাথ-২০,
- জিকে-২০,
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০
প্রশ্ন কেমন ছিল?
- ১। বাংলা : ৪-৫ টা প্রশ্ন কঠিন ছিলো
- ২। ইংরেজি : ৭-৮ টা প্রশ্ন কঠিন ছিলো। বড় বাক্য সাথে রিপ্লেসমেন্ট টাইপ প্রশ্ন থাকায় সহজ বলা যাবেনা
- ৩। ম্যাথ – এভারেজ। তবে, বড় কিছু ম্যাথ ছিলো। ম্যাথ আগে করলে ধরা নিশ্চিত। গণিত বড় বড় হওয়াতে সময়ের অভাবে খুব কম জনই ২০ টা ম্যাথ করতে পারবে।
- ৪। সাধারণ জ্ঞান (GK) : সহজ ছিলো
- ৫। বেসিক কম্পিউটার : মোটামুটি সহজ ছিলো।
কাট মার্কস কত হতে পারে?
- ৫ হাজার টিকালে কাট মার্কস ৬১-৬৫ নম্বর লাগতে পারে
- ৮-১০ হাজার টিকালে কাট মার্কস ৫৫-৬০ লাগতে পারে
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ (MCQ)
- বাংলাদেশ ব্যাংক
- পদের নাম : সহকারী পরিচালক (AD)
- পরীক্ষার তারিখ : ২৮ অক্টোবর ২০২২
- সময় : ১ ঘণ্টা; পূর্ণমানঃ ১০০
Bangladesh Bank AD mcq question solution 2022 / বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার mcq প্রশ্ন সমাধান ২০২২
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর
বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধান
ব্যাকরণ :
- ১। দুরবস্থা এর সন্ধিবিচ্ছদ
দুঃ + অবস্থা = দুরবস্থা ,
- ২। বাংলা ব্যন্জনবর্ণে শ ষ স হ এ চারটির উষ্ম বর্ণ বলে । উষ্ম শব্দের অর্থ
শ্বাস
- ৩।খোদা+আই = খোদাই এর প্রকৃতি ও প্রত্যয়
= তদ্ধিত
৪।নন্দিনী শব্দের প্রতি শব্দ
= তনয়া
৫নন্দন এর প্রকৃতি ও প্রত্যয়
= √নন্দি+অন
৬॥খিচুড়ী পাকানো – বাগধারা অর্থ কী ?
=বিশৃঙ্খলা সৃষ্টি করা
৭।ইতিকথা বাগধারার অর্থ কী
ইতিহাস, উপক্ষা, কাহিনী – সব কটি
৮। শুদ্ধ বানান কোনটি?
=ভাগীরথী
৯।স্বৈর এর সন্ধি বিচ্ছেদ
=স্ব + ঈর (স্ব + ঈর = স্বৈর)
১০। কদাকার কোন উপসর্গ যোগ্য গঠিত
খাঁটি/দেশি বাংলা উপসর্গ , কদ যোগে
১১। ক্রিয়ার সাথে সম্বন্ধ কার?
কারক
১১। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি
= সন্ন্যাসী
১২।নিন্দা করার ইচ্ছা – এককথায়
= জুগুপ্সা
১৩।বিরত এর বিপরীতার্থক
= নিরত
১৪। যার বলে তুমি বলী, তার বলে আমি বলি । বাক্যে বলী কী অর্থে ব্যবহৃত
= বলবান
১৫।কোন জাতীয় শব্দে ষ হয় না
= বিদেশী
১৬। সকল আলেমগণ আজ উপস্থিত হয়েছে। বাক্যটিতে কোন দোষ আ়ছে
= বাহুল্য দোষ
সাহিত্য
১৭। কারগারের রোজনামচা নামকরণ কে
শেখ রেহানা
১৮।ফুল ফুটুক না ফুটুক…বসন্ত- কার পঙক্তিটি
সুভাষ মুখোপ্যাধায়
১৯।কাজী নজরুলের প্রথম উপন্যাস
=বাঁধন হারা
২০।মস্কোতে কয়েকদিন ভ্রমণ বিষয় বইটি কার লেখা
– তারাশঙ্কর
২১। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক?
=যে অরণ্যে আলো নেই
২২।কোনটি গোয়েন্দা রচনা…
=জাল ( আবু ইসহাক)
২৩। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক স্বর্ণকুমারি দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি
=দীবনির্াণ
২৪।কোন পত্রিকায় বুদ্ধি ও মুক্তি আন্দোলন সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয়
= শিখা
২৫।কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়
= কালিদমন খণ্ড
পূর্ণাঙ্গ সমাধান শিগগিরই প্রকাশ করা হবে