বাসে হাফ ভাড়া কার্যকর

শর্তসাপেক্ষে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। তবে এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর ২০২১ থেকে হাফ ভাড়া নেয়া হবে।

টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে হাফ পাস বা হাফ ভাড়া কার্যকর করার এই সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। ৩০ নভেম্বর সকালে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও প্রায় একই রকম শর্ত আরোপ করছে। এর আগে, ২৯ নভেম্বর বিআরটিসি’র পক্ষ থেকে বলা হয়, সারা দেশে বিআরটিসির ১৪০০ বাসে হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা।

হাফ পাসের শর্ত

ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। ব্যক্তি মালিকানাধীন বাসের ক্ষেত্রে হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

ঢাকার বাইরে ফুল ভাড়া

আগামীকাল থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি কার্যকর হবে। ব্যক্তি মালিকানাধীন বাসের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।সংবাদ সম্মেলনে শর্তগুলো উল্লেখ করে খন্দকার এনায়েত জানান, হাফ ভাড়ার বিষয়টি শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থীরা চলাচল করবে তাদের বাসের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।

ঢাকায় বাসে হাফ পাস চালু – ঢাকার বাইরে ফুল ভাড়া [ Video ]

Half pass in Dhaka

আরো দেখুন >>
নতুন বাস ভাড়ার চার্ট ২০২১